সিলেটের মোগলাবাজারে প্রতিপক্ষের হামলায় আহত ৩, মামলা দায়ের

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৫

অনলাইন ডেস্ক –

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার রাঘবপুর গ্রামে মামলার জেরে এক ব্যবসায়ী ও তার পরিবারের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। মোগলাবাজার সিআর মামলা নং ১৩৮/২০২৪ইং দায়েরের পর আসামীরা ক্ষিপ্ত হয়ে গত ৭ এপ্রিল জামিনে বের হয়ে ৮ এপ্রিল এ হামলা চালিয়েছে বলে জানান ব্যবসায়ী ছুনু মিয়া।

হামলায় ব্যবসায়ী ছুনু মিয়া, তার স্ত্রী মাছুমা বেগম ও ভাই সুনু মিয়া আহত হয়েছেন। এ ঘটনায় ছুৃনু মিয়া বাদী হয়ে আমলগ্রহণকারী ৫নং আদালত সিলেটে মামলা দায়ের করেছেন। মামলা নং-৩৯২৫।

মামলার আসামীরা হলেন, মোগলাবাজার থানার রাঘবপুর গ্রামের মৃত খৃর্শিদ মিয়ার ছেলে জুনু মিয়া (৩৭), ফুল মিয়া (৩৩), শফিক মিয়ার ছেলে মুমিন মিয়া (২৮), মুকিদ মিয়া (২৫) ও আবজল মিয়া (১৯) এবং কান্দিয়ারচর গ্রামের আরফান আলীর ছেলে আনাই মিয়া (৪৫) সহ অজ্ঞাত ৪/৫জন।

মামলা সূত্রে জানা যায়, আসামীদের বিরুদ্ধে মোগলাবাজার সিআর মামলা নং ১৩৮/২০২৪ইং দায়ের করেছিলেন ব্যবসায়ী ছুনু মিয়া। আসামীরা গত ৭ এপ্রিল জামিনে বের হয়ে ৮ এপ্রিল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জি¦ত হয়ে রাঘবপুর গ্রামে বাদীর বসত বাড়ীর সম্মুখ রাস্তায় ছুনু মিয়া, তার স্ত্রী মাছুমা বেগম ও ভাই সুনু মিয়ার ওপর অতর্কিত হামলা করে। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে ৩ জনই গুরুতর আহত হন। এসময় হামলাকারীরা মাছুমা বেগমের গলার আট আনা ওজনের স্বর্ণের চেইন ও হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জোর করে ছিনিয়ে নিয়ে যায়। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতলে প্রেরণ করেন।

হামলায় ঘটনায় ব্যবসায়ী ছুনু মিয়া অবিলম্বে আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়া তিনি আসামীদের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিলেটে সেনাবাহিনী ক্যাম্প ও মোগলাবাজার থানায় পৃথক পৃথক অভিযোগ দায়ের করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন