বিনিয়োগ সম্মেলনে নতুন উদ্যোক্তাদের জন্য সুখবর দিলেন গভর্নর

প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫

নিউজ ডেস্ক –

ঢাকায় শুরু হয়েছে চারদিন ব্যাপী বিনিয়োগ সম্মেলন। প্রথম দিনেই আশার বাণী শুনিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। জানিয়েছেন, নতুন উদ্যোক্তাদের জন্য ৮০০-৯০০ কোটি টাকার তহবিল গঠনের পরিকল্পনার কথা।

সোমবার (৭ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত হয় বিনিয়োগ সম্মেলনের প্লেনারি সেশন। সেখানেই এ কথা বলেন তিনি।

গভর্নর বলেন, সহযোগিতা বিষয়ে সপ্তাহখানেকের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে। দেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে পুরনো ধারণার অবসান ঘটেছে। একে ব্যবসা খাতের জন্য ইতিবাচক আবহ হিসেবেই মনে করেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ শুধু বাণিজ্যের জন্য নয়, বিনিয়োগের জন্যও একটি উপযুক্ত গন্তব্য। ৯৫ শতাংশ স্টার্টআপই ব্যর্থ হয়, তারপরও সরকারের পক্ষ থেকে স্টার্টআপদের সহযোগিতা দেয়া হচ্ছে।

তিনি বলেন, এটি (বড় অঙ্কের তহবিল) শুধুমাত্র নতুন উদ্যোক্তাদের মূলধন সহায়তার জন্য নির্ধারিত হবে এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এই তহবিল বিতরণ করা হবে।

বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, দেশে বিনিয়োগের পরিবেশ সহজ করতে কাজ চলছে। এছাড়া দেশি-বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ স্থাপনে, সহযোগিতার পাশাপাশি দীর্ঘমেয়াদি ট্রেড লাইসেন্স ইস্যুর বিষয় নিয়েও ভাবছে সরকার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন