নিয়োগের দাবিতে ১১তম দিনেও শাহবাগে অনড় প্রাথমিকের শিক্ষকেরা

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

নিউজ ডেস্ক –

পুনরায় নিয়োগের দাবিতে ১১তম দিনেও শাহবাগে অনড় অবস্থান নিয়েছেন বাদ পড়া প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল দশটা থেকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা।

আন্দোলনকারী শিক্ষকদের অভিযোগ, তিনটি ধাপে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন প্রাথমিকের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ছয় হাজার ৫৩১ জন সহকারী শিক্ষক। কিন্তু গত ২ ফেব্রুয়ারি এক রিটের আদেশে হাইকোর্ট তাদের নিয়োগ বাতিল করে।

এরপর থেকেই পুনরায় নিয়োগের দাবিতে শাহবাগে অবস্থান করে আসছে তারা। চাকরিতে যোগদানের বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলে জানিয়েছেন।

গত সোম ও বৃহস্পতিবার তাদের অবস্থান কর্মসূচি ছত্রভঙ্গ করতে জল কামান ও সাউন্ড গ্রেনেড ছোঁড়ে পুলিশ। এছাড়া আন্দোলন দমাতে পুলিশ তাদের ওপর লাঠিপেটাও করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন