ডা. আরমান আহমদ শিপলুকে প্রাননাশের হুমকি দিয়ে চিঠি

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৫

নিউজ ডেস্ক –

সিসিকের প্রথম মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরান পুত্র, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলুকে তার ছড়ারপাড়স্হ বাড়ির ঠিকানায় চিঠি দিয়ে প্রাননাশের হুমকি দেয়া হয়েছে । ‘ইনসাফ’ নামের একটি সংগঠনের প্যাডে ১৪ জানুয়ারি তারিখে লিখা এই চিঠি আজ ১৯ জানুয়ারি ডা. শিপলুর ছড়ারপাড়স্হ বাসায় পৌঁছে । চিঠিতে ডা. শিপলুকে প্রাননাশের হুমকি দিয়ে, রাজপথে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে পতিত শেখ হাসিনার পক্ষে বা আওয়ামী লীগের পক্ষে কোন বক্তব্য প্রদান বা মন্তব্য করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। অন্যথায় ডা. শিপলুকে পরিবারের সদস্যসহ হত্যা করা হবে। চিঠিতে উল্লেখ করা হয় ডা. শিপলুর মরহুম বাবা সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য বদর উদ্দিন আহমদ কামরান কে উদ্দেশ্য করে একাধিকবার হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা হয়েছিল। এবং মহিলা আওয়ামী লীগের সভায় ছোঁড়া গ্রেনেডে ডা. শিপলুর মা মহিলা আওয়ামী লীগ নেত্রী আছমা কামরান আহত হয়েছিলেন। ঠিক এভাবেই ডা. শিপলুকে হত্যার উদ্দেশ্যে আক্রমন করা হবে। চিঠিতে আরও উল্লেখ করে বলা হয় যেখানেই ডা. আরমান আহমদ শিপলু আত্মগোপনে থাকেন না কেন, শেখ হাসিনার চামচামি করলে তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে।

 

এ ব্যাপরে ডা. আরমান আহমদ শিপলুর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তিনি বলেন, দেশে আজ কোথাও আইনের শাসন নেই। নির্বিচারে আওয়ামী লীগ নেতা কর্মীদের হত্যা করা হচ্ছে এবং অনেকেই বেঁচে থাকলেও পঙ্গুত্ব বরন করেছেন। এই জামাত বিএনপি জোট সরকারের আমলে আমার বাবা বদর উদ্দিন আহমদ কামরানকে হত্যার উদ্দেশ্যে একাধিকবার গ্রেনেড হামলা হয়েছিল। আমাদের প্রিয় নেত্রী, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা হয়েছিল। সিলেটের গর্ব, ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের সাবেক হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপরও জামাত বিএনপি জোট সরকারের সময় গ্রেনেড হামলা হয়েছিল। গ্রেনেড হামলা হয়েছিল আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থ মন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া, আওয়ামী লীগ নেতা, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান বাবু সুরঞ্জিত সেন গুপ্ত সহ অনেক নেতাকে হত্যার উদ্দেশ্যে। প্রতিক্রিয়াশীল এই গোষ্ঠী প্রগতির রাজনীতির সাথে সম্পৃক্ত নেতাদের এর আগেও হত্যা করেছে এবং এখনও তারা তাই করছে। আমি এবং আমার পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে আমার বাড়িতে একাধিকবার হামলা, ভাংচুর অগ্নিসংযোগ করা হয়েছে। আমাদের বাড়ি লক্ষ করে গুলি ও ককটেল বিস্ফোরন করেছে দুর্বৃত্তরা। আমার প্রানপ্রিয় কন্যা সন্তানদের নাযেহাল করা হয়েছে। আমি সিলেটবাসী সহ সকল দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন