

স্পোর্টস ডেস্ক-
আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দু’দলেরই সেমিস্বপ্ন ভঙ্গ হওয়ায় আজকের ম্যাচটি স্রেফ নিয়ম রক্ষা বা আনুষ্ঠানিকতার একটি ওয়ানডে ম্যাচ মাত্র। উভয় দলই গ্রুপ পর্বের আগের দুই ম্যাচ হেরেছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল। বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি।
নিয়মরক্ষার হলেও ম্যাচ ঘিরে আলাদা পরিকল্পনা এঁটেছেন দু’দলের কোচ। ম্যাচটিকে গুরুত্বপূর্ণ বলছেন টাইগারদের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বলেন, আপনি কখন, কোন সময় আত্মবিশ্বাস পাবেন এবং কখন আপনার জীবনের মোমেন্টাম ঘুরে যাবে, কেউ বলতে পারে না। আমি মনে করি, প্রতিটা ম্যাচই প্রত্যেক খেলোয়াড়ের জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকেও অনেকে অনেক কিছু নিয়ে যেতে পারে।
বিপরীতে আসরের শেষটা ভালো করতে চান পাকিস্তান কোচ আকিব জাভেদ। বলেন, ম্যাচটা অন্য যেকোনো ম্যাচের মতোই গুরুত্বপূর্ণ। জীবনে আপনি যখন একবার পিছিয়ে পড়বেন, আপনি চেষ্টা করবেন একটা ভালো কিছু করে আবার জীবনে ফিরতে। ম্যাচটি সেদিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই ম্যাচে বাংলাদেশ একাদশে একটি পরিবর্তন আসতে পারে। অপরিবর্তিত একাদশ খেলার সম্ভাবনাও আছে। তবে আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছে অন্য বার্তা। বৃষ্টি বাগড়া দিতে পারে ম্যাচে। এমনকি বৃষ্টি বাধায় বাংলাদেশ-পাকিস্তান, কোনো দলই অনুশীলন করতে পারেনি গতকাল।
উল্লেখ্য, ১৯৯৯ সালের পর গত ২৬ বছরে আইসিসি ইভেন্টে পাকিস্তানের বিপক্ষে অর্ধডজন ম্যাচ খেলেছে বাংলাদেশ। তবে অধরাই রয়ে গেছে জয়। এবার দেখার বিষয় শেষ ম্যাচে কেমন পারফরম্যান্স দেখায় শান্ত-তাসকিন-মিরাজরা।