

সিলেটের দক্ষিণ সুরমায় জমি নিয়ে বিরোধের জের ধরে মারামারিতে প্রাণ হারিয়েছেন মো. রুস্তম আলী (৭০) নামের এক বৃদ্ধ। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন হাজরাই মাঝপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুস্তম আলী (৭০) দক্ষিণ সুরমার হাজরাই মাঝপাড়া গ্রামের কুটু মিয়ার ছেলে এবং যারা হামলা করেছে তারা নিহতদের সম্পর্কে ভাতিজা।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, প্রতিবেশী সৎ ভাই রাসিদ আলী সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল রুস্তম আলীর। সেই বিরোধের জের ধরে মঙ্গলবার দুপুরে রাসিদ আলীর পক্ষ নিয়ে আরশ আলী, ইউসুফ আলী, রায়হান আলী, ও তাদের বোনের জামাই ফয়সল আহমদ, বোন নুরজাহান ও মা ফাতেমা বেগম এর সাথে মারামারিতে গুরুতর আহত হন রুস্তম আলী। তাকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এবং এলাকায় হত্যাকান্ডের প্রতিবাদে নিহতের বাড়িতে এলাকাবাসী জড়ো হয়েছেন৷