আগামী নির্বাচনে ইসলামী শক্তির বিজয়কে নিশ্চিত করতে হবে: মাওলানা সাদিকুর রহমান

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৫
Wifi Support 3Lens 3Display Camera + 64GB Memory Card

Wifi 3Lens 3Display Camera

৳8,000.00 ৳6,000.00
  • ✅ 360° কভারেজ: ৩টি শক্তিশালী লেন্সে।
  • ✅ অলরাউন্ডার: WiFi, নাইট ভিশন ও মুভমেন্ট অ্যালার্ট।
  • ✅ ৩ ডিসপ্লে: একসাথে ৩টি ভিউ মনিটরিং।
  • ✅ ওয়ারান্টি: Champion Brand এর ১ বছরের ওয়ারান্টি।
অফার মূল্যে কিনুন! WhatsApp এ অর্ডার করুন

খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান বলেছেন, জুলাই বিপ্লবের পর বাংলাদেশে এক অপার সম্ভাবনা সৃষ্টি হয়েছে যা বিগত ৫৪ বছরেও হয়নি। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে প্রত্যেক আসনে ইসলামী দলগুলোর পক্ষে ভোটের বক্স একটি থাকবে ৮ দলের সেই ঘোষণাকে বাস্তবায়ন করার মধ্যদিয়ে ইসলামী শক্তির বিজয়কে নিশ্চিত করতে হবে। এর কোন বিকল্প নেই। তিনি মসলকি ছোটখাটো সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

রবিবার (২৯ নভেম্বর) রাত ৮টায় লন্ডনস্থ মজলিস কার্যালয়ে খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখা আয়োজিত নির্বাহী বৈঠক ও শুরা অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
শাখা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কারীম মামরখানী এর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে দারসে কুরআন, শাখা রিপোর্ট পেশ ও পর্যালোচনা, বার্ষিক পরিকল্পনা গ্রহণ, উপশাখা পুনর্গঠন ও দায়িত্ব বন্টন, শপথ গ্রহণ সহ বেশ কিছু কর্মসূচি অন্তর্ভুক্ত ছিল।
শাখা বায়তুলমাল সম্পাদক মাওলানা আব্দুল আহাদের দারসে কুরআন পেশের মাধ্যমে শুরু হওয়া বৈঠক দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত হাফিজ মাওলানা এনামুল হক, আব্দুল করিম উবায়েদ, মাওলানা আতাউর রহমান জাকির, মাওলানা তায়িদুল ইসলাম, হাফিজ মাওলানা কামরুল হাসান খাঁন, ড. আহযাবুল হক, হাফিজ মাওলানা কাজী আব্দুর রহমান, মাওলানা ফুজায়েল আহমদ নাজমুল, মাওলানা আনিসুর রাহমান, মুফতি মাসরুর আহমাদ বুরহান, মাওলানা জাবির আহমাদ, মাওলানা উবায়েদুল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন