অর্ধ মিলিয়ন অভিবাসীর বৈধতা বাতিল করলেন ট্রাম্প, ছাড়তে হবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক –

কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলা থেকে আসা পাঁচ লাখ ৩০ হাজারের বেশি অভিবাসীর অস্থায়ী বৈধ মর্যাদা বাতিল করেছে মার্কিন প্রশাসন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর ট্রাম্পের অভিবাসননীতিতে কড়াকড়ি আরোপের সবশেষ পদক্ষেপ এটি। খবর, বিবিসি’র।

শুক্রবার (২১ মার্চ) মার্কিন ফেডারেল রেজিস্ট্রারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগামী ২৪ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এর ফলে, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে অনুমোদিত দুই বছরের ‘প্যারোল’ (সাময়িক প্রবেশাধিকার) প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। সেসময় সিএইচএনভি স্পনসরশিপ প্রক্রিয়ায় এই অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আনা হয়েছিল। এর লক্ষ্য ছিল বৈধ অভিবাসনের পথ উন্মুক্ত করা।

দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্যারোল মর্যাদা বাতিলের ফলে এসব অভিবাসীকে দ্রুত নির্বাসনের আওতায় আনা সহজ হবে।

২০২২ সালে ভেনেজুয়েলাবাসীদের জন্য প্যারোল প্রবেশাধিকার চালু করেছিলেন বাইডেন। পরের বছরেই সেটি হাইতি, নিকারাগুয়া ও কিউবায় সম্প্রসারিত হয়।

প্রসঙ্গত, গত ৬ মার্চ ট্রাম্প জানান, রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেয়া প্রায় ২ লাখ ৪০ হাজার ইউক্রেনীয়র প্যারোল মর্যাদা বাতিল করা হবে কি না— সে বিষয়েও তিনি শিগগিরই সিদ্ধান্ত নেবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন