ট্রাম্প-জেলেনস্কির বৈঠকে প্রবেশের সুযোগ পেলেন রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদক


আন্তর্জাতিক ডেস্ক –
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার প্রথম বৈঠকে বার্তা সংস্থা এপি, রয়টার্স, হাফ পোস্ট ও জার্মান সংবাদপত্র ডের টাগেসস্পিগেলের প্রতিবেদকদের প্রবেশের অনুমতি দেয়নি হোয়াইট হাউস।
অন্যদিকে, ওভাল অফিসে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থার একজন প্রতিবেদক ট্রাম্প-জেলেনস্কির বৈঠকটি কভার করার জন্য প্রবেশাধিকার পান। শনিবার (১ মার্চ) এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সংস্থা তাস-এর একজন সংবাদদাতা ওই বৈঠক কভার করার জন্য অনুমতি পান। যদিও ওভাল অফিসে পুল রিপোর্টারদের দলটিকে হাতে-কলমে নিমন্ত্রন পাঠানো হয়েছিল, কিন্তু হোয়াইট হাউস তাসের কর্মীদের প্রবেশের অনুমতি অস্বীকার করেছে।
হোয়াইট হাউসের একজন কর্মকর্তা এক বিবৃতিতে সিএনএনকে জানিয়েছেন যে ‘আজকের বৈঠকের জন্য অনুমোদিত মিডিয়াগুলোর তালিকায় তাস ছিল না। যখনই প্রেস অফিসের কর্মীদের নজরে বিষয়টি আসে, ঠিক তখনই প্রেস সেক্রেটারি তাসের ওই প্রতিবেদককে বাইরে নিয়ে যান।’
তিনি আরও বলেন, তাস কর্মীর উপস্থিতি হোয়াইট হাউসের সম্ভাব্য নিরাপত্তা ত্রুটির বিষয়টি স্পষ্ট করে। তবে এপি ও রয়টার্সের মতো সংবাদ সংস্থা অনুমতি না পেয়ে, রুশ মিডিয়া কীভাবে ওই বৈঠকে যায়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থার সাথে ট্রাম্প প্রশাসনের বিতর্কে জড়ানোর ঘটনাটি প্রথমবার নয়। এর আগে ২০১৭ সালে, প্রথম ট্রাম্প প্রশাসন সমালোচনার মুখে পড়ে যখন তাস-এর একজন ফটোগ্রাফার আলেকজান্ডার শেরবাককে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে একটি বৈঠক কভার করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিলো। ওই সময়, ট্রাম্প প্রশাসন সমস্ত মার্কিন সাংবাদিকদের বৈঠকের ছবি তোলা থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেয়; শুধুমাত্র হোয়াইট হাউসের ফটোগ্রাফার এবং তাসের ফটোগ্রাফার শেরবাককে প্রবেশাধিকার দেয়া হয়।