

আন্তর্জাতিক ডেস্ক –
বাংলাদেশের মঙ্গল ভারতের থেকে বেশি অন্য কোনও দেশ ভাবে না— এমন মন্তব্য করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এমনকি এটি ভারতের ডিএনএ-তে আছে বলেও দাবি করেন তিনি। আশা প্রকাশ করেন, খুব শিগগিরই অনুষ্ঠিত হবে বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন।
বুধবার (৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং জোর দিয়ে বলেছেন, নয়াদিল্লি তার প্রতিবেশীর জন্য ‘মঙ্গল কামনা করে’।
ভারত মণ্ডপে নিউজ১৮-এর ফ্ল্যাগশিপ রাইজিং ভারত সামিট ২০২৫-এর দ্বিতীয় দিনে ভাষণ দিতে গিয়ে তিনি একথা বলেন। তার মতে, ভারত ও বাংলাদেশের মধ্যে কয়েক দশকের পুরোনো এই সম্পর্ক জনমুখী।
জয়শঙ্কর বলেন, ভারত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। একটি দেশ হিসেবে, আমাদের (ভারতের) চেয়ে বেশি কোনও দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না। এটা আমাদের ডিএনএতে আছে। একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে, একজন বন্ধু হিসেবে, আমরা আশা করি তারা সঠিক পথে চলবে এবং সঠিক কাজ করবে।
তিনি বলেন, বাংলাদেশের তরফ থেকে সমসাময়িক যেসব বক্তব্য বেরিয়ে আসছে তা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। আমরা যে মৌলবাদী প্রবণতা দেখছি তা নিয়ে আমরা উদ্বিগ্ন। সেদেশের সংখ্যালঘুদের ওপর হামলা নিয়েও আমরা চিন্তিত।
বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন ইস্যুতে জয়শঙ্কর বলেন, গণতান্ত্রিক ঐতিহ্যের অধিকারী একটি দেশ হিসেবে, গণতন্ত্রের জন্য নির্বাচন প্রয়োজন। এভাবেই ম্যান্ডেট দেয়া হয় এবং ম্যান্ডেট পুনর্নবীকরণ করা হয়। তাই আমরা আশা করি তারা সেই পথেই যাবে।