আন্তর্জাতিক ডেস্ক -
যদি আপনি যুক্তরাষ্ট্রের স্টারবাক্স ক্যাফেতে যান, তাহলে এখনই আপনাকে কিছু কেনার জন্য প্রস্তুত থাকতে হবে। না হলে কফিহাউস থেকে বের হয়ে যেতে হবে। এমন এক আপত্তিকর বিধিনিষেধ জারি করেছে কোম্পানিটি। রোববার (২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানায়।
মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম সফল মিউচুয়াল ফান্ড কোম্পানি ভ্যানগার্ড গ্রুপ স্টারবাক্সের ৯% শেয়ার হোল্ডার। হঠাৎ স্টারবাক্সের এমন সিদ্ধান্ত নিয়ে তোলপাড় চলছে দেশটিতে।
চলতি মাসে, নতুন এই বিধিনিষেধ স্টারবাক্সের উত্তর আমেরিকার শাখাগুলোতে ইতোমধ্যে জারি করা হয়েছে। প্রায় সাত বছরের নীতির বিপরীতে এই পরিবর্তন আনা হয়েছে। পূর্বে, কাস্টমার অর্ডার করুক কিংবা না করুক; ল্যাটে বা ক্রোয়েস্যান্ট কিনুক কিংবা না কিনুক তাদের বাথরুম ইউজ করার অনুমুতি ছিলো। সেই সাথে কাস্টমাররা অর্ডার ছাড়াই আড্ডা দিতে পারতেন।
ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুসারে, নতুন নোটিশে বলা হয়েছে, নতুন চেইন নীতিমালায় দোকানে হয়রানি, সহিংসতা, হুমকিমূলক ভাষা, বাইরে মদ্যপান, ধূমপান এবং হাতাহাতিতে নিষেধাজ্ঞা আরোপ করে সাইনবোর্ড যুক্ত করা অন্তর্ভুক্ত।
তবে কফি শপে বসে বই পড়া, ঘণ্টার পর ঘণ্টা আড্ডা; এস ব কিছুই যেন স্টারবাক্সে এখন মিথ! নতুন নীতিমালা কাস্টমাররা কীভাবে গ্রহণ করবে সেটিই এখন দেখার বিষয়।