যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স শক্তিশালী পাসপোর্টের ২০২৫ সালের তালিকা প্রকাশ করেছে। গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে সূচকটি প্রকাশ করা হয়েছে। এবারের সূচকে শীর্ষে উঠে এসেছে এশিয়ান টাইগার সিঙ্গাপুর।
কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায়, তার ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এই সূচক তৈরি করা হয়েছে বলে হেনলি অ্যান্ড পার্টনার্সর ওয়েবসাইটে বলা হয়েছে।
সিঙ্গাপুর প্রায় ১৯৩টি দেশে প্রবেশাধিকারসহ সূচকের শীর্ষে রয়েছে।
তালিকা অনুসারে ২০২৫ সালের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী প্রথম ১০টি দেশ হলো :
১. সিঙ্গাপুর (১৯৫টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন পাসপোর্টধারী ব্যক্তিরা)
২. জাপান (১৯৩টি দেশে)
৩. ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, ফিনল্যান্ড, দক্ষিণ কোরিয়া (১৯২টি দেশে)
৪. অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে (১৯১টি দেশে)
৫. বেলজিয়াম, নিউজিল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য (১৯০টি দেশে)
৬. গিস, অস্ট্রেলিয়া (১৮৯টি দেশে)
৭. কানাডা, পোল্যান্ড, মাল্টা (১৮৮টি দেশে)
৮. হাঙ্গেরি, চেকিয়া (১৮৭টি দেশে )
৯. এস্তোনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র (১৮৬টি দেশে)
১০. লিথুয়ানিয়া, লাটভিয়া, স্লোভেনিয়া, সংযুক্ত আরব আমিরাত (১৮৫টি দেশে)
এদিকে শক্তিশালী পাসপোর্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন ৯৩তম। এবার বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে লিবিয়া ও ফিলিস্তিন। সবার শেষে আফগানিস্তান।
এ ছাড়া মিয়ানমার ৮৮ নম্বরে, শ্রীলঙ্কা ৯১ নম্বরে (ইরানের সঙ্গে যৌথভাবে), নেপাল ৯৪ নম্বরে এবং পাকিস্তান ৯৬ নম্বরে (ইয়েমেনের সঙ্গে) রয়েছে।
প্রতিবেদন অনুসারে, ৫৬টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার নিয়ে ভারত এই বছর তালিকার ৮০তম স্থানে রয়েছে, সঙ্গে আছে তাজিকিস্তান, আলজেরিয়া এবং গিনি। মালদ্বীপ সূচকে ৫২তম অবস্থানে আছে।
সূত্র : সিএনএন, মিন্ট