

নিউজ ডেস্ক : ঢাকার রাজধানীর ছিনতাই প্রবণ এলাকার মধ্যে অন্যতম মিরপুর। দিন দুপুরে প্রকাশ্যে ছিনতাইয়ের নজির রয়েছে এ এলাকায়। সাম্প্রতিক সময়ে রাজধানীতে ছিনতাই বেড়ে যাওয়ায় বিশেষ অভিযানে নেমেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরই অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে মিরপুরের বিভিন্ন থানা এলাকা থেকে আট দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপি গোয়েন্দা মিরপুর বিভাগ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলো, রাকিব (১৮), মোহাম্মদ রবিউল (১৮), ইয়াসিন কনা (১৮), মো. রবিন (১৯), মোহাম্মদ রাব্বি (১৮), মোহাম্মদ রায়হান শেখ (২৬), মোহাম্মদ শাহিন (১৮) ও মো. জিদান (১৯)। তাদের বিরুদ্ধে অতীতে একাধিক মামলা রয়েছে।
সোমবার রাতভর অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে এসব ছিনতাইকারীকে। অভিযানের নেতৃত্ব দিয়েছেন ডিবি মিরপুর বিভাগের অতিরিক্তি উপ কমিশনার (এডিসি) মো. সোনাহর আলী। তবে সাংবাদিকদের বলেছেন, সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার ভোর ৬ টা পর্যন্ত মিরপুর বিভাগের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
তাদের অনেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।