

নিউজ ডেস্ক –
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, প্রশ্নফাঁসের গুজব শিক্ষার্থীদের ওপর একটি অন্যায় চাপ সৃষ্টি করে। তাই সবাইকে এই গুজব থেকে বিরত থাকতে হবে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।
শিক্ষা উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত প্রশ্নফাঁসের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখছি। যেই সূত্রগুলো থেকে অতীতে প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে জানা গেছে, তা বন্ধ করার চেষ্টা করেছি। আশা করছি এ বিষয়ে আমরা সফল হবো।
তিনি আরও বলেন, এসএসসি পরীক্ষায় কোনো ব্যত্যয় যাতে না ঘটে, সে জন্য অত্যন্ত সূচারুভাবে পরিকল্পনা করা হয়েছে। পরীক্ষার শেষ পর্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে বজায় থাকবে। এ সময় দুই মাসের মধ্যে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে চলতি বছরের এসএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হলো। এতে ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এবার পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি পরীক্ষা নেয়া হচ্ছে। সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলেছে।
এই বছর ৯টি শিক্ষা বোর্ডে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ২৯১টি। ১৮ হাজার ৮৪টি স্কুলের শিক্ষার্থীরা এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। আর মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭২৫টি। প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৬৩টি।