

নিউজ ডেস্ক :
ঢাকায় যাত্রাবাড়ীর আইসিটিবিডি (৫/২০২৪ নম্বর) মামলায় গ্রেফতারকৃত যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি আবুল হোসেন এবং যাত্রাবাড়ী জোনের তৎকালীন সহকারী পুলিশ কমিশনার (এসি) তানজিল আহমেদকে আজ (বৃহস্পতিবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।
তাদের বিরুদ্ধে আজ অভিযোগের তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে ট্রাইব্যুনালে হাজির হয়ে প্রসিকিউশন পক্ষে বিএম সুলতান মাহমুদ দুই মাস সময়ের আবেদন করেন। পরে সেই আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে আগামী ৬ এপ্রিল ২০২৫ তারিখ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন।
আজ শুনানিতে উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী মিজানুল ইসলাম, আব্দুস সোবহান তরফদার, সাইমুম রেজা।