যেভাবে সংখ্যালঘু নির্যাতনের কথা বলা হয়েছে, সে মাত্রায় হয়নি: ধর্ম উপদেষ্টা

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৫

নিউজ ডেস্ক –

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কথা যেভাবে বলা হয়েছে, সে মাত্রায় হয়নি বলে দাবি করেছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, দেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সরকার। মঙ্গলবার (১৮ মার্চ) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের বিষয়ে সরকার কঠোর। তারা মিছিল করার চেষ্টা করেছে সরকার ভন্ডুল করে দিয়েছে। মাজারে হামলার ঘটনায় ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

হজের ভিসা জটিলতার বিষয়ে তিনি বলেন, এবার প্রায় ৮০ হাজারের মত হাজী ওমরাহ করতে যাওয়ার পর বাকিরা ভিসা জটিলতায় পড়েছেন। ধর্ম মন্ত্রনালয়ের পক্ষ থেকে যোগাযোগ করা হলে সৌদি সরকার এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে ঈদের পর ভিসা পাওয়ার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন