নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর সাগরদিঘীরপাড় ওয়াকওয়ে সংলগ্ন টিনশেডের একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
এ ঘটনায় সাগরদিঘীরপাড় ওয়াকওয়ে সংলগ্ন কলোনীর দু’টি টিনশেডের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম বলেন, ‘ওয়াকওয়েতে হাঁটার সময় ৫টা ৫০ মিনিটের দিকে আগুন লাগতে দেখি। বাসায় ডাকাডাকি করে দেখা যায় কেউ নেই। পরে ফায়ার সার্ভিসকে কল দিলে ৬টার দিকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নেভাতে শুরু করে।’
ফায়ার সার্ভিস সিলেট তালতলা স্টেশনের জ্যেষ্ঠ অফিসার বেলাল আহমদ জানান, খবর পাওয়ামাত্র আমাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় কোনো হতাহতে ঘটনা ঘটেনি। তবে অন্তত ৪টি ঘরের মালামাল পুড়ে গেছে। কীভাবে আগুন লেগেছে ও কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এসব খতিয়ে দেখা হচ্ছে।