
Wifi 3Lens 3Display Camera
- ✅ 360° কভারেজ: ৩টি শক্তিশালী লেন্সে।
- ✅ অলরাউন্ডার: WiFi, নাইট ভিশন ও মুভমেন্ট অ্যালার্ট।
- ✅ ৩ ডিসপ্লে: একসাথে ৩টি ভিউ মনিটরিং।
- ✅ ওয়ারান্টি: Champion Brand এর ১ বছরের ওয়ারান্টি।
মুন্সিগঞ্জ প্রতিনিধি :
মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের উত্তর রাঙ্গা মালিয়া গ্রামের সন্তান মামুন চৌধুরী হলেন ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা। সংগঠনটির পক্ষ থেকে এই নিয়োগকে একটি সময়োপযোগী ও ইতিবাচক সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।
মামুন চৌধুরী অস্ট্রিয়া প্রবাসী তবে বিদেশে অবস্থান করলেও তিনি সবসময় নিজের শেকড়ের সঙ্গে যুক্ত থেকেছেন। শৈশব থেকেই তিনি বিভিন্ন ছোট-বড় সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। মানবকল্যাণ ও সমাজ উন্নয়নে তাঁর আন্তরিকতা এবং আত্মনিবেদন তাকে এলাকায় একজন আস্থাভাজন ও উদ্যমী সামাজিক কর্মী হিসেবে পরিচিত করেছে।
প্রবাস জীবনে থেকেও তিনি নিজ এলাকার উন্নয়নমূলক কাজে সহযোগিতা করছেন এবং নানা সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে কাজ করছেন। বিশেষ করে শিক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও তরুণ প্রজন্মকে সামাজিক কাজে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে তাঁর অবদান প্রশংসনীয়।
ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবাল জানিয়েছেন, সংগঠনের বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রম বাস্তবায়নে মামুন চৌধুরীর অভিজ্ঞতা, আন্তরিকতা ও সামাজিক দায়বদ্ধতা সংগঠনটিকে আরও শক্তিশালী করবে।
এলাকার মানুষ, ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সভাপতি সাইয়্যেদুল বাশার ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর এই নতুন দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতের জন্য তাঁকে শুভকামনা জানিয়েছেন।



