
আমরা আন্তুরিক ভাবে দুঃখিত অনিবার্য কারণে “তাদাব্বুরুল কুরআন ও পাঠ প্রতিযোগিতা” কোর্স এ ভর্তি শিথিল করা হয়েছে।
আমরা সকলেই কমবেশি কুরআন তিলাওয়াত করি। কিন্তু কখনও কি ভেবেছি, এই তিলাওয়াতের মাধ্যমে কি আমাদের হৃদয়ে কুরআনের সখ্যতা গড়ে উঠছে? বারবার পড়ার পরেও কুরআন আমাদের কাছে যেন অপরিচিতই থেকে যায়। এর আয়াতগুলো আমাদের হৃদয়ে ভয় সঞ্চার করে না, আশা জাগায় না, বা চোখে অশ্রু ঝরায় না।
কুরআনের গভীর অর্থ অনুধাবন (ফাহমে কুরআন) এবং তার মর্মে ডুবে যাওয়া (তাদাব্বুর) এই দুটি দিক আমাদের জীবনে প্রায় অনুপস্থিত। এই নূরানী সিলসিলা থেকে আমরা বহু দূরে সরে গিয়েছি। এর ফলে আমরা কুরআনের নূর ও বারাকাহ থেকে বঞ্চিত হচ্ছি। কুরআনের আলো আমাদের জীবনকে রাঙাতে পারছে না। তাই আমাদের জীবন হয়ে উঠছে প্রাণহীন, রঙহীন, ও সৌরভহীন।
এই শূন্যতা দূর করার লক্ষ্যে Al-Jannah Institute ও Online Arabic Language Institute কর্তৃপক্ষ একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছি। এই আয়োজনের মাধ্যমে আমরা কালামুল্লাহর সাথে আমাদের সম্পর্ক আরও গভীর, আরও নিবিড় করে তুলতে চাই। কুরআনের আলোয় জীবনকে আলোকিত করার এবং তাদাব্বুরের মাধ্যমে হৃদয়ে আয়াতের প্রভাব অনুভব করার সুযোগ সৃষ্টি করাই আমাদের লক্ষ্য।
শিক্ষাগত যোগ্যতা: ১৪ বছরের উর্ধ্বে যেকোন বয়সের জ্ঞানপিপাসু মহিলা ও পুরুষদের জন্য উম্মুক্ত।
পুরস্কার ও সার্টিফিকেট
১ম পুরস্কার: ৩,৫০০ টাকার সমমূল্যের বই।
২য় পুরস্কার: ২,৫০০ টাকার সমমূল্যের বই।
৩য় পুরস্কার: ২০০০ টাকার সমমূল্যের বই।
৪র্থ-৫ম পুরস্কার: ১০০০ টাকার সমমূল্যের বই।
৬ষ্ঠ-১০তম পুরস্কার: ৫০০ টাকার সমমূল্যের বই।
স্পন্সর ও শিক্ষার্থীদের আগ্রহের ভিত্তিতে পুরস্কারের সংখ্যা বৃদ্ধি পাবে ইনশা আল্লাহ।
এছাড়াও ফাইনাল রাউন্ডে ৭০% নাম্বার প্রাপ্ত সকল শিক্ষার্থীদের জন্য অনলাইন সার্টিফিকেট ব্যবস্থা।
পরীক্ষার তারিখ ও সিলেবাস:
১ম রাউন্ড: ১৫ ই রমাদ্বান বাদ এ ফজর (১ম থেকে ১৫তম পারা পর্যন্ত)
২য় রাউন্ড: ২০ ই রমাদ্বান বাদ এ ফজর (১৬তম থেকে ৩০তম পারা পর্যন্ত)
ফাইনাল রাউন্ড: ২৭ ই রমাদ্বান বাদ এ ফজর (পুর্ণাঙ্গ কুরআন মাজিদ)
পরীক্ষা পদ্ধতি:
নিয়মিত/সাপ্তাহিক ও ফাইনাল পরীক্ষাসহ সবগুলো এমসিকিউ আকারে পরীক্ষা নেওয়া হবে ইনশাআল্লাহ।
মূল্যায়ণ পদ্ধতি:
১ম ও ২য় রাউন্ড হতে গড়ে ৫০% ও ক্লাস পরবর্তী নিয়মিত/সাপ্তাহিক পরীক্ষাসমুহ থেকে ১০% সহ মোট ৬০% নাম্বার প্রাপ্ত সকল শিক্ষার্থী ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করতে পারবে ইনশাআল্লাহ।
চূড়ান্ত মূল্যায়ণ পদ্ধতি:
ফাইনাল রাউন্ডে ৮০ নাম্বারের পরীক্ষা ও ক্লাস পরবর্তী সকল পরীক্ষাসমুহের সমষ্টি থেকে ২০% নাম্বার যোগ করে চুড়ান্ত রেজাল্ট ও বিজয়ী ঘোষণা করা হবে ইনশাআল্লাহ।
প্রাথমিক তথ্যাবলী:
১. ২৭ ডিসেম্বর থেকে আগামী ১০ই রমাদান পর্যন্ত ক্লাস।
২. সপ্তাহে ৩ দিন জুম লাইভ ক্লাস (রবি, মঙ্গল ও বৃহস্পতিবার) রাত ৯.০০ টা। (প্রয়োজনে সময় পরিবর্তন হতে পারে)
৩. ছেলে মেয়েদের জন্য আলাদা ক্লাস ব্যবস্থা।
৪. ফিমেল শিক্ষার্থীদের ফিমেল শিক্ষিকারাই ক্লাস নিবেন, ক্ষেত্র বিশেষে মেইল শিক্ষক ক্লাস নিতে পারেন।
৫. ছেলে-মেয়েদের জন্য আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবস্থা।
৬. নিয়মিত/সাপ্তাহিক, টার্ম পরীক্ষা ও অ্যাসাইনমেন্ট ব্যবস্থা।
৭. ক্লাস রেকর্ড,পিডিএফ দেওয়া হবে ইনশাআল্লাহ।
রেজিঃ ফি: ৩১০ টাকা (ক্লাসের জন্য)। আর্থিক অস্বচ্ছল শিক্ষার্থীদের কে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইল।
রেজিঃ এর লাস্ট ডেট: ৩১ ডিসেম্বর রাত ১০.৩০ টা, অরিয়েন্টেশন ক্লাস: ০২ জানুয়ারী ২০২৫ বৃহস্পতিবার।
রেজিঃ লিংক: রেজিষ্টার করতে এখানে ক্লিক করুন
পেমেন্ট পদ্ধতি:
বিকাশ/ নগদ- 017433633xxx (পার্সোনাল)
Bank Account: Nur Muhammad, ACC NO: 20503480201520×00, Islami Bank Bangladesh Limited, Bahaddarhat,Chittagong.
কোর্স পরিচালনায়:
নুর মুহাম্মদ
বি.এ.অনার্স ও মাস্টার্স (আরবি)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
ফাজিল ও কামিল (তাফসির), ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়।
প্রতিষ্ঠাতা পরিচালক: আল-জান্নাহ্ ইনস্টিটিউট
অনলাইন এরাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট।
যোগাযোগ: 017433633718