অনলাইনে ঘরে বসে তাজবিদসহ সহীহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখুন Ad-Dawah Online Madrasha এর সাথে যুক্ত হয়ে।
আপনি কি কোরআন শরীফ একেবারেই পড়তে পারেন না.?
অথবা আগে পারতেন, এখন ভুলে গিয়েছেন.?
নাকি ভুল-শুদ্ধ হচ্ছে কি না, তা নিজে নির্ণয় করতে পারছেন না.?
তাহলে আপনার জন্যই এই কোর্সটি খুবই কার্যকারী ভুমিকা রাখবে ইনশাআল্লাহ।
০১ জানুয়ারি ২০২৫ থেকে নতুন ব্যাচ (২য়) এর ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ্
কেন Ad-Dawah Online Madrasha সেরা?
** প্রতি ব্যাচে ছাত্র/ছাত্রীর সংখ্যা সর্বোচ্চ ২০জন
** ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা আলাদা ব্যাচ
আমাদের কোর্স ও মেয়াদ
* কুরআন শিক্ষা কোর্স। (৪মাসব্যাপী)
* নাজেরা কোর্স। (৬মাসব্যাপী)
কোর্স ভর্তি ফি- ১০০০ টাকা।
আসন্ন ২০২৫ইংরেজী বর্ষ শুরু উপলক্ষে ভর্তির উপর ৫০% ছাড়ে, ভর্তি মাত্র ৫০০ টাকা
মাসিক হাদিয়া- ১০০০ টাকা। মাসের হাদিয়া পরবর্তী মাসের ১-৫ তারিখে গ্রহণ করা হয়।
বি: দ্র: – একই পরিবারের একধিক ছাত্র/ছাত্রীর জন্য প্রতি ছাত্র/ছাত্রীর হাদিয়ার উপর ৩০% ছাড়! (পরবর্তী ব্যাচ সমূহে Ad-Dawah Online Madrasha কতৃপক্ষ সিদ্ধান্তে পরিবর্তন হতে পারে।
কুরআন শিক্ষা কোর্সে যা যা শেখানো হবে :-
*একদম শুরু (আলিফ-বা-তা-সা) থেকে সমস্ত কায়দা ।
*মাখরাজ ও তাজবিদ ।
*কোরআন শরীফ সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত।
* সহীহ শুদ্ধভাবে নামাজ শিক্ষা।
*নামাজের জরুরি দোয়া সমূহ ও সুরা ফিল থেকে সুরা নাস পর্যন্ত সুরা মুখস্ত।
নাজেরা কোর্সে যা যা শেখানো হবে :-
*কোর্স শেষে কুরআন শরীফের যে কোন জায়গা থেকে বিশুদ্ধ তেলাওয়াতে সক্ষম হবেন। এবং নামাজে বিশুদ্ধ তেলাওয়াত করতে পারবেন, ইনশাআল্লাহ।
*নিয়মিত কোরআন শরীফ থেকে মশক্ব।
*নামাজের ভেতরের দোয়া সমূহ মুখস্থ পড়তে পারবেন ইনশাআল্লাহ।
* মেধা অনুযায়ী আমপারা থেকে প্রয়োজনীয় সুরা মুখস্থ করা। ( আমাদের লক্ষ্য থাকবে পুরো আমপারা মুখস্থ করানো )
*জরুরী মাসআলা মাসায়েল ।
ক্লাস মাধ্যম-
Google Meetএর মাধ্যমে অনলাইনে লাইভ ক্লাস হবে। যার মাধ্যমে আপনি লাইভে যুক্ত হয়ে ক্লাস করতে পারবেন। এবং যে কোন প্রশ্ন সরাসরি শিক্ষক/শিক্ষিকা থেকে জেনে নিতে পারবেন।
ক্লাস শেষে ছাত্র ছাত্রীদের সুবিধার্থে ক্লাস রেকর্ড দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং ছাত্র-ছাত্রীরা ২৪ঘন্টা লাইভ চ্যাট/ ফেইজবুক গ্রুপ/ হোয়াটস্এপস গ্রুপের মাধ্যমে কোর্স ও মাসআলা মাসায়েল জানতে পারবে। (Ad-Dawah Online Madrasha এর সকল গ্রুপ ব্যাচ ভিত্তিক ছাত্র-ছাত্রী ও শিক্ষকগনের নিকট সীমাবদ্ধ।)




