দেশকে নতুনভাবে গড়তে সকলকে আরও আন্তরিক হতে হবে: মির্জা ফখরুলের

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫

নিউজ ডেস্ক –

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো লড়াই করেছে। সবশেষ ছাত্র-জনতার লড়াইয়ে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। এখন দেশকে নতুনভাবে গড়তে সকলকে আরও আন্তরিক হতে হবে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে একুশে পদকপ্রাপ্ত প্রয়াত সাংবাদিক মাহফুজ উল্লার স্মরণে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের জন্য সাংবাদিক মাহফুজ উল্লা লড়াই করেছেন। ২০১৪ সালের নির্বাচনের পর সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করতে সামনের সারিতে তার ভূমিকা ছিল। চব্বিশের গণঅভ্যুত্থানের ভিত্তি গড়তে ভূমিকা রেখেছিলেন তিনি।

এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বছরের পর বছর অনেকে সাংবাদিক নেতা হয়েছেন। সাংবাদিকদের কল্যাণে তারা কতটা কাজ করেছেন জাতি তা দেখেছে। এসব সাংবাদিকরা ক্ষমতাসীনদের সাথে থেকে আয়-রোজগারের চেষ্টা করেছে। সাংবাদিক মাহফুজ উল্লা এক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন। তিনি বুদ্ধিবৃত্তিক চর্চা ও অন্যায়ের বিরুদ্ধে ছিলেন সোচ্চার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন