অননুকরণীয় রচনাশৈলী তাকে অনন্য সম্মানের অধিকারী করেছে

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৫

সৈয়দ মুজতবা আলী বাংলা সাহিত্যের জনপ্রিয় এবং উভয় বঙ্গে সমাদৃত লেখক। তার অননুকরণীয় রচনাশৈলী তাকে এই সম্মানের অধিকারী করেছে। হালকা মেজাজে আড্ডার ঢঙে বলে গেলেও তার অধিকাংশ রচনা জ্ঞান, অভিজ্ঞতা, শাস্ত্রচর্চা ও বিচার-সমালোচনায় পরিপূর্ণ।
সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাইক্লোন কেন্দ্রীয় সংসদেও আলোচনাসভায় বক্তারা একথা বলেন। গত সোমবার (১১ ফেব্রæয়ারি) সন্ধ্যায় নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত সাইক্লোনের ৩০২তম সাহিত্য আসরে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভ্রমণকাহিনি লেখক মোয়াজ আফসার। সাইক্লোনের সাবেক সভাপতি সেলিম আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কানাডা থেকে প্রকাশিত দেশেবিদেশে পত্রিকার সম্পাদক নজরুল ইসলাম মিন্টু, হিউমান এইড কানাডা-এর সাধারণ সম্পাদক মাসুমুর রহমান বাপ্পি এবং স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোনের সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলী।
প্রকৌশলী কবি ইফতেখার শামীমের পরিচালনায় আলোচনায় অংশ নেন কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু, কবি প্রাবন্ধিক বেলাল আহমদ চৌধুরী, ডা. বিশ্বভ‚ষণ পাল, কবি ছয়ফুল আলম পারুল, কবি মাহফুজ জোহা, ছড়াকার জুবের আহমদ সার্জন, বাহাউদ্দিন বাহার, আমিনা শহিদ চৌধুরী মান্না, ওমর ফারুক, রিপন মিয়া, কুবাদ বখত চৌধুরী রুবেল প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন