

অতীতের ন্যায় এবারও সিলেটে শিশু-কিশোর, ও বয়স্কদের পৃথক পৃথকভাবে কুরআন-নামায ও দ্বীনের বিভিন্ন বিষয় শিক্ষা দিচ্ছে নাসিহা ফাউন্ডেশন। ১ম রামাদ্বান থেকে ফাউন্ডেশনের ‘তাদরীবুল কুরআন’ প্রজেক্টের কার্যক্রম শুরু হয়েছে।
প্রতিদিন বাদ যোহর থেকে বিকাল ৩টা পর্যন্ত চলে কচিকাঁচাদের সূরা, দোয়া-দুরুদ এবং কিশোরদের আমপারা, কুরআন শরীফের পাঠদান। অন্যদিকে পৃথকভাবে বয়স্কদের প্রশিক্ষণ চলে। বিশুদ্ধভাবে ওযু শিক্ষা, সূরা শিক্ষা, নামায শিক্ষাসহ দৈনন্দিন জীবনের বিভিন্ন মাসআলা-মাসাঈল শিক্ষা দেওয়া হচ্ছে।
সিলেট নগরীর রায়নগর সোনারপাড়া এলাকার বাসিন্দা ও সিলেটের প্রয়াত বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুস সালাম রহ. এর স্বপ্নকে বাস্তবায়নের লক্ষে ফাউন্ডেশনের কর্ণধার মুফতি শাইখ হাবীব নূহ ও মুফতি শামীম মুহাম্মদ এই কার্যক্রমের সূচনা করেন।
নাসীহার কুরআন প্রশিক্ষণ কেন্দ্রগুলো হলো- সিলেট নগরীর রায়নগর সোনারপাড়া জামে মসজিদ, বটেরতল বায়তুর রহমান জামে মসজিদ, ৪নং খাদিমপাড়া ইউনিয়নের বংশীধর কেন্দ্রীয় জামে মসজিদ, এবং বংশীধর বায়তুল মুকাররাম জামে মসজিদে চলছে কুরআন শিক্ষা প্রশিক্ষণ।
বংশীধর কেন্দ্রীয় জামে মসজিদ কেন্দ্রের জিম্মাদার মাওলানা মঈনুল ইসলাম বলেন, নাসীহার এই উদ্যোগের ফলে শিশু,কিশোর,যুবক এবং বৃদ্ধ সকলেই কুরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়ার স্বাদ এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন মাসআলা মাসায়িল জানার সুযোগ পাচ্ছে।
রামাদ্বান প্রজেক্টের সভাপতি আলহাজ্ব আব্দুর রাকিব রকুর তদারকিতে কেন্দ্রগুলো পরিদর্শণ করে থাকেন নাসীহা ফাউন্ডেশনের পরিদর্শক ক্বারী মাওলানা আতিকুর রহমান নগরী ও মো. দিলদার হোসেন। প্রচার প্রকাশনাসহ ব্যবস্থাপনার মাধ্যমে নাসীহার এই আয়োজনকে অত্যন্ত দক্ষতার সাথে এগিয়ে নিয়ে যাচ্ছেন ফাউন্ডেশনের অন্যতম সদস্য আলহাজ্ব আব্দুল আল্লাম রামীম ও আলহাজ্ব আব্দুল কাইয়ূম।