অসুস্থ ছোট ভাইকে দেখতে লন্ডন হয়ে নিউইয়র্কের উদ্দেশ্যে দেশ ছাড়লেন বদরুজ্জামান সেলিম

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২৫

সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সম্মানিত সদস্য, সিলেট-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী বদরুজ্জামান সেলিম শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন হয়ে নিউইয়র্কের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন।
তার ছোট ভাই, নিউইয়র্ক প্রবাসী কামরুজ্জামান শামীম অসুস্থ থাকায় তাকে দেখতে এ সফরে যাচ্ছেন তিনি। বদরুজ্জামান সেলিম প্রথমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইটে লন্ডন পৌঁছাবেন এবং সেখান থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন। নিউইয়র্কে কিছুদিন অবস্থান করে তিনি ছোট ভাইয়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেবেন এবং তার পাশে সময় কাটাবেন।
নিউইয়র্কে কিছুদিন অবস্থান শেষে তিনি লন্ডন ফিরে যাবেন, যেখানে তার পারিবারিক ও দলীয় কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। লন্ডনে অবস্থানকালে তিনি বিএনপির উচ্চপর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং দলীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। একই সঙ্গে, স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন।
এছাড়া, যুক্তরাজ্যে অবস্থানকালে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমেও তিনি যুক্ত থাকার পরিকল্পনা করেছেন। দলীয় কর্মকাণ্ড ছাড়াও ব্যক্তিগত ও পারিবারিক কিছু ব্যস্ততা থাকবে তার এই সফরে।
এদিকে সময়ের সংক্ষিপ্ততা ও তাৎক্ষণিক সিদ্ধান্তের কারণে দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং বিশেষ করে সিলেট-৪ আসনের নেতা-কর্মীদের পূর্বেই অবহিত করতে পারেননি তিনি। এজন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন এবং সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
বদরুজ্জামান সেলিম ঈদের পর দেশে ফিরে আসার পরিকল্পনা করেছেন এবং তার রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন। বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন