আপনাদের সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চাই

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও সিলেট-৪ (গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ-জৈন্তাপুর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী বদরুজ্জামান সেলিম তার নির্বাচনী এলাকার জনসাধারণের উদ্দেশে বলেছেন, আপনাদের সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চাই। আমি আপনাদের সেবা করতে চাই। আমার সঙ্গে যারা রাজনীতি করতে এসেছেন তারা এখন নিরাপদ। যারা আসেননি তারাও নিরাপদ। আমি অন্যায়ভাবে কাউকে নির্যাতন করতে দেবো না। রাজনীতিতে দুর্বৃত্তায়ন হতে দেওয়া যাবে না। আমার এ আসন থেকে কোনো প্রকার লুটপাট হতে দেবো না। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সামগ্রীক উন্নয়নে কাজ করবে।

 

তিনি রবিবার (২৩ ফেব্রুয়ারী) বিকেলে গোয়াইনঘাট উপজেলার ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত বারহাল বাজারে বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী খলিলুর রহমানের সভাপতিত্বে ও মনোয়ার আহমেদ সাজুর সঞ্চালনায় সভায় আরোও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আজিজুল হক মটক, কবির আহমদ, ফাহাদ আহমদ, জিয়াউল আলম আলাল, ছাত্রনেতা এম রাহেল, জাবের আহমদ, রোমান আহমদ রাজু, নাসিম হোসেন প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন ছাত্রনেতা আমান।-বিজ্ঞপ্তি
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন