প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৯:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৯, ২০২৫, ৮:৪১ অপরাহ্ণ
আরাফাত রহমান কোকো স্মৃতি দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট মঙ্গলবারের পরিবর্তে বুধবারে
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট আগামী মঙ্গলবার উদ্বোধন হওয়ার কথা থাকলেও বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি থাকায় ঐদিন পরিবর্তন করে পরদিন বুধবার (১২ ফেব্রুয়ারি) উদ্বোধন করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) খেলা পরিচালনা কমিটির সার্বিক দায়িত্বে থাকা সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বিষয়টি জানিয়েছেন।
আগামী বুধবার সিলেটের মেন্দিবাগস্থ ক্রীড়া কমপ্লেক্স মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুভ উদ্বোধন হবে। সিলেট মহানগর বিএনপির আওতাধিন ৪২টি ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ থাকবে। প্রত্যেক ওয়ার্ড এই খেলায় অংশ গ্রহণ করবেন। ৪২টি টিমে এই খেলা অনুষ্ঠিত হবে। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
বাংলানিউজ২৪.টুডে ©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।