আশির দশকের বন্ধু মহলের তারুণ্য আড্ডা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫

আশির দশকের বন্ধু মহলের তারুণ্য আড্ডা ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে। ‘চলোনা ফিরে যাই, দূরন্ত শৈশবে’ এই প্রতিপাদ্যে চার দশক পেরিয়ে আসা বন্ধুদের মিলনমেলা বসেছিল ৩১ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় নগরীর শেখ ঘাটস্থ একটি কমিউিনিটি সেন্টারে। মো. কয়ছর আলীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত তারুণ্য আড্ডার শুরুতে প্রয়াত বন্ধু যথাক্রমে সিলেটের সিনিয়র ফটো সাংবাদিক সিএম মারুফ, সৈয়দ নওরুজ আহমদ বদর, মোহাম্মদ কফিল উদ্দিন, সৈয়দ ওবায়দুল হক লিটন, মোহাম্মদ শামীম, কয়ছর আহমদ, সুলেমান আহমদ, মীর হোসেইন মীর, মাহবুব আহমদ মেহবুব, সৈয়দ আখতার হোসেইন, আকমল হোসেইন, বাচ্চু, রমেন ভৌমিক, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ আশরাফ, মোহাম্মদ আখতার, মোহাম্মদ সুহেল, মোহাম্মদ মিসবাহ, বদরুল হোসেন, শীতিল বাবু, মোহাম্মদ শিরুসহ অন্যান্য প্রয়াত বন্ধুদের রুহের মাগফেরাত ও সনাতনী বন্ধুদের আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং মরহুমদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজত করেন কয়ছর আলী।

অ্যাডভোকেট মোস্তফা শাহীন, জুবের আহমদ, মো. হোসেন আহমদ, সুহেল আহমদ, শাখাওয়াত আলী শাহী, আমিরুল ইসলাম বাবু, শাখাওয়াত হোসেন সাকার যৌথ উদ্যোগে ও সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত আশির দশকের তারুণ্য আড্ডা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের সূচনা পর্বে শতাধিক বন্ধু মিলে কাটেন কেক। এর পরেই শুরু হয় স্মৃতিচারণমূলক বক্তব্য ও পরিচয়পর্ব। দীর্ঘ চার দশক পর মিলিত হওয়া বন্ধুরা তাদের সোনালী অতীতের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। পাশাপাশি রাজনীতিবিদ মাহবুবুর রহমান খালেদের গান সবাইকে মুগ্ধ করে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাদ এন্ড কোম্পানীর পরিচালক নুরুল আলমম, সিলেটের সিনিয়র সাংবাদিক ফয়সল আলম, ফটো সাংবাদিক মো. দুলাল হোসেন, ফয়সল আহমদ বাবলু, আরসিটি চেয়ারম্যান আসাদুল হক আসাদ।

স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির শাহীন, ফয়সল আহমদ, অ্যাডভোকেট মাহফুজুর রহমান, মো. আফতাব উদ্দিন, হাজী সোয়েল আহমদ, আলাউদ্দিন আলাই, খালেদ মাহমুদ বকুল, মো. সালাউদ্দিন, আমিনুর রহমান, খালেদ আহমদ, মীর মোহাম্মদ, জাহাঙ্গীর আহমদ, প্রাণেশ এষ চৌধুরী লিটন, নুরুল হক, ফয়েজ উদ্দিন আহমদ, মোহাম্মদ আরিফুর রহমান, হাজী কামাল উদ্দিন, শেখ আজাদ, মো. কামাল উদ্দিন, নাজমুল ইসলাম, আফতাবুর রহমান উজ্জ্বল, মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, তপন দে, সাব্বির আহমদ, মোহাম্মদ কয়েস খান, মোহাম্মদ তফজ্জুল আলী, আনোয়ার হোসেন শিবলু, মো. ফিরুজ আহমদ, মো. সেলিম হোসেন, মো. আব্দুশ শহিদ, মো. ইব্রাহিম, সুভেন্দু কুমার দেব রানু, তাপস কুমার দে, রুকন আহমদ, এনাম হোসেন চৌধুরী, এনামুল হক অপু, শাহেদুর রহমান শাহেদ. মো. গোলাম জাকারিয়া জাকু, তৌহিদুল ইসলাম, আখতার হোসেন, মাহফুজ আলম, হুমায়ুন কবির, জাহিদ হোসেন, আখতারুজ্জামান সুহেল, নির্মল কুমার চন্দ, কবির আহমদ, মো. আব্দুশ শুকুর, আব্দুল হান্নান, ফারুক আহমদ, নেছার আহমদ, হাজী শেখ হাসান ইমাম, এনামুল হোসেন এনাম, মো. এনামুল হক, আহমদ হোসেন, ইঞ্জিনিয়ার মো আব্দুর রহিম, আলাউদ্দিন খান রনি, মো. আনোয়ার হোসেন, মো. মুহিবুল ইসলাম, সেলিম আহমদ, জামাল উদ্দিন, সেলিম আহমদ মাহমুদ, মোহাম্মদ বেলাল, জিয়া উদ্দিন, আজিজুল হক নাজমি বুলবুল, হাজী মো. আব্দুর রহিম, মো. ইশতিয়াক প্রমুখ।

চার দশক পরে মিলিত হওয়া বন্ধুরা একে অপরের সাথে কুশল বিনিময় করে হারিয়ে যাওয়া স্মৃতি রোমন্থন করেন। তারা সিলেটের অতীত ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যে প্রতিটি পাড়া-মহল্লায় সম্প্রীতির বন্ধন সৃষ্টির লক্ষে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান। বক্তারা বন্ধু মহলের পক্ষ থেকে আশির দশকের বন্ধুদের নিয়ে অনুষ্ঠিত তারুণ্য আড্ডা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানান এবং আগামীতে পরিবারের সদস্যদের নিয়ে আরো বড় পরিসরে মিলন মেলা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন