“ইচ্ছের চাঁদ”

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৫

দেলোয়ার হোসেন দিলু

বিকেল হলেই যায় নিভে যায়
সুর্য্যি মামার আলো
সন্ধ্যা হলেই পড়তে আমার
অার লাগে না ভালো ।

ঝিঝি কোথায় ডাকছে বসে
জোনাক কোথায় জ্বলে
হয়নি দেখা চাঁদটাকে আর
স্বচচ্ছ নদীর জলে ।

পড়তে গেলে মন বসে না
চাঁদটা আমায় ডাকে
জোছনার আলো উঁকি মারে
পাতার ফাঁকে ফাঁকে ।

সন্ধ্যা তারা ঝলমলিয়ে
মিট মিটিয়ে হাসে
লক্ষ তারার আলোর খেলা
চোখের তারায় ভাসে ।

চাঁদটা কেমন পর হয়ে যায়
বন্দী নিজের ঘর
অামি যেনো ঝিমিয়ে পরা
নতুন যাযাবর ।

বাঁশ বাগানের মাথার উপর
চাঁদটি যখন উঠে
মনের ভেতর ইচ্ছেগুলো
চতুর দিকে ছুটে ।

মেঘ পেরিয়ে চাঁদের ভেলা
নীলের দেশে চলে
জোছনার আলো চতুর দিকে
পড়ছে গলে গলে ।

মা বলেন পড় তো খোকা
বাবা ও বলেন তাই
পড়া ছাড়া আমার যেনো
আর তো কিছু নাই।

আমার তখন ইচ্ছে করে
যাই পেরিয়ে বন
চাঁদের সাথে মেঘের সাথে
খেলাই সারাক্ষণ  ।

ভাবতে গিয়ে চাঁদের কথা
দুচোখ বোজে আসে
টেবিলেতে ঘুমাই বিভোর
খোলা বইয়ের পাশে ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন