এসএমপি ডিবির অভিযানে অসামাজিক কাজে গ্রেফতার ৪

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৪

নিউজ ডেষ্ক

গতকাল বৃহস্পতি বার সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ ও টিম-০২ জুয়া এবং মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি কোতোয়ালী মডেল থানাধীন সুরমা মার্কেটস্থ নিউ সুরমা হোটেল এর ২য় ও ৩য় তলার বিভিন্ন কক্ষে অভিযান পরিচালনা করে অসামাজিক কাজে জুড়িত থাকায় ৪জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হল-  ১। মুন্নি আক্তার (৩০), পিতা- বাহার মিয়া, মাতা- তাজবাহার, সাং- উত্তর শায়েস্তানগর, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী, বর্তমানে-নিউ সুরমা হোটেল, সুরমা মার্কেট, থানা- কোতোয়ালী মডেল, জেলা- সিলেট, ২। তৃষা (২৯), পিতা- মো. আলা উদ্দিন শেখ, মাতা- মর্জিনা বেগম, সাং- গোবরা, থানা-নড়াইল, জেলা- নড়াইল, বর্তমানে-নিউ সুরমা হোটেল, সুরমা মার্কেট, থানা- কোতোয়ালী মডেল, জেলা- সিলেট, ৩। বিবি কুলসুমা (২৬), পিতা- আব্দুল ওহাব, মাতা- রিনা আক্তার, সাং-মধ্যসোনাপাহাড়, থানা-মিরেরসরাই, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-নিউ সুরমা হোটেল, সুরমা মার্কেট, থানা- কোতোয়ালী মডেল, জেলা- সিলেট, ৪। মুন্নি আক্তার (২২), পিতা আনোয়ার হোসেন, মাতা-শিউলি, সাং-সাইটা আলিয়া, থানা-শ্রীপুর, জেলা- গাজীপুর, বর্তমানে-নিউ সুরমা হোটেল, সুরমা মার্কেট, থানা- কোতোয়ালী মডেল, জেলা- সিলেট‘দের দেহ ব্যবসার কাজ জরিত ঘটনাস্থল হতে গ্রেফতার করা হয়।

আসামীদের বিরুদ্ধে এসএমপি কোতোয়ালী মডেল থানার নন এফআইআর নং-৫৩০ তাং-২৭/১২/২০২৪ খ্রিঃ, ধারা সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৭৭ রুজু হয়।

উক্ত আসামীদের পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন