নিউজ ডেস্ক:
কর অঞ্চল সিলেটের কর কমিশনার এম এম জিল্লুর রহমান বলেছেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে করদাতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুশাসন ও স্বচ্ছতার মাধ্যমে কর ব্যবস্থাপনা নিশ্চিত করতে পারলে দেশের অর্থনৈতিক অগ্রগতি আরও ত্বরান্বিত হবে। কর ব্যবস্থায় স্বচ্ছতা আনতে হলে করদাতাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। এর পাশাপাশি কর আইনজীবীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন, কর প্রদান শুধু নাগরিক দায়িত্বই নয়, এটি দেশের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। করদাতাদের সঠিক দিকনির্দেশনা দেওয়া কর আইনজীবীদের অন্যতম দায়িত্ব।
তিনি বুধবার (১৯ মার্চ) বিকেলে সিলেট নগরীর দরগাহ গেইটস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে সিলেট জেলা কর আইনজীবী সমিতির দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি মাহে রমজানের ত্যাগকে কাজে লাগিয়ে দেশ গড়ার কাজে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি আয়কর আইনজীবী সিরাজুল হুসেন আহমদ আলমগীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট ফজলুর রহমান শিপুর পরিচালনায় পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যাক্স ল'ইয়ার্স এসোসিয়েশন (বিটিএলএ) এর সভাপতি রমিজউদ্দিন আহমেদ, মহাসচিব মোঃ মাজুম আলী খান, ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আবু নাসের মজুমদার মেজবাহ, কর অঞ্চল সিলেটের অতিরিক্ত কর কমিশনার মো. আনোয়ার সাদাত, যুগ্ম কর কমিশনার সাইয়ীদ ফাহাদ আল করিম, সৌমিত্র কুমার ভৌমিক।
ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কর অঞ্চল সিলেটের উপ-কর কমিশনার বিধান চন্দ্র দেবনাথ, মো. গোলাম কিবরিয়া, মো, সালেকুল ইসলাম, সহকারী কর-কমিশনার মো. ই্উসুফ জাহান, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি সরওয়ার আহমদ চৌধুরী আবদাল এডভোকেট, সাধারণ সম্পাদক এডভোকেট জুবায়ের বখত জুবের, সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, একেএম শমিউল আলম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো. আশরাফুল ইসলাম, এডভোকেট মাহফুজুর রহমান, বাংলাদেশ ট্যাক্স ল'ইয়ার্স এসোসিয়েশনের এডিশনাল সেক্রেটারি সাধারণ সম্পাদক মোঃ জাফর উল্লাহ, বাংলাদেশ ট্যাক্স ল'ইয়ার্স এসোসিয়েশন (বিটিএলএ) এর লিগ্যাল এইড অ্যান্ড স্যোসিয়েল ওয়েলফেয়ার সম্পাদক মোঃ আশরাফ হোসেন খান, বিটিএলএ’র ডেপুটি সেক্রেটারি জেনারেল (ঢাকা ডিভিশন), মোঃ জাহাঙ্গীর আলম খান, বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম ঢাকা ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন পাটওয়ারী, বিটিএলএ’র সহ-সভাপতি (সিলেট ডিভিশন) মো. আবুল ফজল এডভোকেট, বিটিএলএ’র ডেপুটি সেক্রেটারি জেনারেল (সিলেট ডিভিশন মোহাম্মদ মিজানুর রহমান মিঠু, সিলেট জেলা কর আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এডভোকেট আবু আহমদ আসাদ, সমিতির সাবেক সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, এম শফিকুর রহমান, সাবেক সহ-সভাপতি সমর বিজয় শী শেখর, সমিতির সহ-সভাপতি এডভোকেট মো. শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক এডভোকেট জুনেদ আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক সৈয়দ আব্দুল হামিদ, পাঠাগার সম্পাদক মওদুদ আহমদ, সহ-সম্পাদক ইসরাত জাহান নিপা ও কার্যকরী কমিটির সদস্য এডভোকেট আব্দুল আলীম পাঠান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন আয়কর আইনজীবী মো. নিজাম উদ্দিন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা ইয়াহিয়া। অনুষ্ঠানে কর অঞ্চল সিলেটের নবাগত কর কমিশনার এম এম জিল্লুর রহমান ও বিটিএলএ’র এর সভাপতি রমিজ উদ্দিন আহমদকে ফুলেল শুভেচ্ছা জানান কর আইনজীবী সমিতির সভাপতি আয়কর আইনজীবী সিরাজুল হুসেন আহমদ আলমগীর ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. ফজলুর রহমান শিপু।