কুরিরগাঁও বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে সদর উপজেলা জামায়াতের আর্থিক অনুদান প্রদান


সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের কুরিরগাঁও বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে সদর উপজেলা জামায়াত আর্থিক অনুদান প্রদান করেছে।
মঙ্গলবার (৪ মার্চ) অগ্নিকান্ডে ৫টি দোকানের ব্যবসায়ীকে নগদ অনুদানের টাকা প্রদান করা হয়।
অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন, সদর জামায়াতের আমীর নাজির উদ্দিন, সেক্রেটারি মাওলানা আল ইমরান, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ফখরুল ইসলাম, জামায়াত নেতা সমর আলী, আব্বাস উদ্দিন খান, বাজার কমিটির সভাপতি মোস্তাক আহমদ, সেক্রেটারি কামরান আহমদ, সাবেক মেম্বার জমির আলী, বিশিষ্ট মুরব্বী কান্দার খান, ফজর আলী গেদা, গিলমান আহমদ, হাফিজ জাকির আহমদ, সালেক আহমদ প্রমূখ।
উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে মর্মান্তিক এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পরদিনই ঘটনাস্থল পরিদর্শন করেন জামায়াত নেতৃবৃন্দ।