নিজস্ব প্রতিবেদক
ঢাকার কেরানীগঞ্জে ড্রেজার বসিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন।মুন্সিগঞ্জে সিরাজদিখানে অবস্থিত ধলেশ্বরী নদীতে ড্রেজার বসিয়ে দীর্ঘ প্রায় দেড় কিলোমিটার তিন ফসলি জমির উপর দিয়ে ড্রেজারের পাইপ বসিয়ে বালু উত্তোলনের জন্য প্রস্তুত করে ওয়াহেদ মেম্বার। যিনি কেরানীগঞ্জ উপজেলার চেয়ারম্যান শাহিন আলমের খাস লোক হিসাবে পরিচিত ছিল। দীর্ঘ ১৫ বছর শাহিনের দাপট খাটিয়ে বালু উত্তোলন করে আসছিলো। ৫ই আগস্ট স্বৈরাচার সরকার পতনের পর
কদিন গা ঢাকা ছিল অহেদ মেম্বার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি অহেদ মেম্বার। ঢাকা মাওয়া রোডে কেরানিগঞ্জ জেলখানার নিকটবর্তী দক্ষিণ থেকে পানি উত্তরে যাওয়ার জন্য যে সুরঙ্গ করা হয়েছে সেই সুরঙ্গ বন্ধ করে ডেজারের পাইপ বসানো হয়েছে।
এই ব্যাপারে এলাকাবাসীর সাথে কথা বললে অনেকে বলেন আমরা পাঁচই আগস্টের পর বাঁশ পাইপ খুলে ফেলি। বর্তমানে আবার নতুন করে লাগানো হয়েছে। কার শক্তিতে আবার পুনরায় এগুলু করতেছে আমাদের জানা নেই। তবে তিনি বলেন যে নিপুনরায়ের অনুমতিতে তিনি এ কাজ করিতেছেন।
ওয়াহেদ মেম্বারের ভাতিজার মুঠোফোনে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।