কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সিলেট পর্ব সফলে মহানগর যুবদলের প্রচারপত্র বিলি

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সিলেট পর্বের খেলা সফল করতে নগরীতে লিফলেট বিতরণ করেছে সিলেট মহানগর যুবদল। সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১টায় নগরীর কোর্টপয়েন্ট থেকে প্রচারপত্র বিতরণ শুরু করেন নেতৃবৃন্দ। পরে নগরীর বিভিন্ন এলাকায় প্রচারণা চালানো হয়।

মহানগর যুবদলের প্রচারপত্র বিতরণকালে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর যুবদলের  সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, মো. মুহিবুল আলম, প্রানেশ দেব, ময়নুল ইসলাম, সোহেল মাহমুদ, মো. হেদায়েত উল্লাহ হিরন, জেলা যুবদলের সহ-সভাপতি আবু হানিফ, মহানগরের সহ-সভাপতি বেলাল হোসেন বেলু,  মো. জুয়েল আহমদ জুবেদ, মো. সুরুজ আলী, মালেক বক্স, মো, কুতুব উদ্দিন, জেলার সহ-সভাপতি আব্দুস সালাম লয়লু, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক স্বপন, মো. ইছহাক আহমদ, পারভেজ খাঁন জুয়েল, জামিল আহমদ, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, বাবলু মিয়া, সাহেল রহমান, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নূর উদ্দিন খান হাসান, জেলার সহ-সাধারণ সম্পাদক হেলিম খান মাসুদ, মহানগরের সহ-সাধারণ সম্পাদক আফজল খাঁন পাপলু, মকছুদুল করিম ইমন, আহমদ শিপন, মাফুজুল করিম শিপলু, শাহিন উদ্দিন আহমদ, রাজু আহমদ, মো. শিমুল আহমদ, মহানগরের দপ্তর সম্পাদক পারভেজ আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ বাপ্পি, জেলার শ্রম বিষয়ক সম্পাদক অমিতাভ কর, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক সাজু মাহমুদ, মহানগরের সহ-সাংগঠনিক সম্পাদক মো. আশরাফ হোসেন সুয়েব, শফি উদ্দিন, জেলার সহ-সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ, হোসেন আহমদ চৌধুরী রনি, শেখ মো. জাকির হোসেন, মহানগরের সহ-সাংগঠনিক সম্পাদক ছাইফুল ইসলাম, মহানগরের সহ-দপ্তর বিষয়ক সম্পাদক হাসান মোহাম্মদ মিরাশ, সহ-আইন বিষয়ক সম্পাদক মো. সামছুল ইসলাম, সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. আব্দুল আহাদ, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক সুয়েব আহমদ চৌধুরী শুভ, সদস্য বি পি দেব শুভ, মো. জাহেদ আহমদ ও মতিউর রহমান মতি প্রমুখ।

লিফলেট বিতরণপূর্ব সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করাই কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মূল লক্ষ্য। কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট তরুণদের জন্য একটি অনুপ্রেরণা। ক্রীড়ার মাধ্যমে যুবসমাজ সুস্থ, শক্তিশালী ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারে। কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সেই লক্ষ্যেই আয়োজন করা হয়েছে, যাতে তরুণরা খেলাধুলায় মনোযোগী হয়ে শারীরিক ও মানসিকভাবে বিকশিত হতে পারে। বক্তারা বলেন, আওয়ামী সিন্ডিকেট গত ১৭ বছর দেশের ক্রীড়াঙ্গণকে দখল করে নিজেদের খেয়াল খুশিমতো লুটপাট ও নৈরাজ্য চালিয়েছে। এখনো দেশের ক্রীড়াঙ্গণ স্বৈরাচারদের দোসরমুক্ত হয়নি। দেশের ক্রীড়াঙ্গণকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হলে নতুন করে ঢেলে সাজাতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন