গণমানুষের অধিকার আদায় ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করছে বিএনপি: কয়েস লোদী

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৫

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, দেশ দীর্ঘ একদলীয় শাসনের কালো অধ্যায় পার করেছে, আওয়ামী সরকার আমলে মানুষের অধিকার হরণ করা হয়েছিল, গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল এবং রাষ্ট্রব্যবস্থাকে ব্যক্তিগত ক্ষমতায়নের জন্য ব্যবহার করা হয়েছিল। এই দুঃশাসনের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিলেন, তারা রাজনীতিবিদ, সাংবাদিক, ছাত্র, শ্রমিক কিংবা সাধারণ মানুষ যেই হোন না কেন, মিথ্যা মামলা, কারাবাস, শারীরিক নির্যাতন, গুম ও হত্যার শিকার হয়েছে বিএনপির সর্বস্থরের নেতাকর্মীরা। আজ আমরা এক নতুন যাত্রায় আছি। এটি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানবাধিকারের সুরক্ষার যাত্রা। মানুষের অধিকার সুরক্ষিত থাকবে এবং কেউ আর নিপীড়িত হবে না। তিনি বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সিলেটের আদালতে আইনজীবি সহকারী সমিতির নির্বাচন পরির্দশন কালে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, সকল অপরাধের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। এ জন্য জনগণকে সচেতন ও সংগঠিত হয়ে ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে। গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা বাংলাদেশের রূপান্তর পর্বে প্রবেশ করার অধিকার অর্জন করেছি। এই রূপান্তর দ্রুত সফলভাবে কার্যকরে সব শক্তি নিয়োজিত করতে প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। পেছনে ফেরার কোনো সুযোগ নেই। এদেশে গণতান্ত্রিক ও নাগরিক সমতাভিত্তিক একটি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে কাজ করতে হবে।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জেলা বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট সাঈদ আহমদ, এডিশনাল পিপি আব্দুল মুকিত অপি, শাহরিয়া উজ্জজামান, মহানগর বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক রুবেল বক্স, সদস্য চান মিয়া বাচ্চু, আইনজীবি সহকারী সমিতির সভাপতি প্রার্থী মো. দিলাজ আহমদ, জয়নাল আবেদীন, শাকিল আহমদ, আতাউর রহমান রুকেল, সাধারণ সম্পাদক প্রার্থী, বীরেন্দ্র চন্দ্র মল্লিক, শাহনুর আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজহার আলী অনিক প্রমুখ।-বিজ্ঞপ্তি
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন