গুরুতর অসুস্থ পপ তারকা শাকিরা, হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫

বিনোদন ডেস্ক  –

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন লাতিন পপ তারকা শাকিরা। ফলে অনুষ্ঠিতব্য কনসার্ট বাতিল করেছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়ে শাকিরা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

গায়িকা জানান, শনিবার রাতে তাকে হাসপাতালের ইমার্জেন্সিতে যেতে হয়। বর্তমানে তিনি এখনও পর্যবেক্ষণে আছেন, চিকিৎসা চলছে।

এদিন শাকিরা এক্স হ্যান্ডেলে দুঃখপ্রকাশ করে শো বাতিলের বিষয়টি জানিয়েছেন। এই কলম্বিয়ান তারকা লেখেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গত রাতে পেট ব্যথার জন্য আমাযকে ইমার্জেন্সিতে যেতে হয়েছিল। আমি বর্তমানে হাসপাতালে ভর্তি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন