"দেলোয়ার হোসেন দিলু"
আমার গায়ের সবুজ ছবি
কোয়াশা ছড়ায় ভোরের রবি
সুর্যের আলো ফোটায় ফোটায় শিশির কণা হাসে
ভোরের দুর্বা ঘাসে।
কচি পাতায় লাগছে হাওয়া
এ যেন আজ নিত্য পাওয়া
ডালে ডালে ফুল কলি রা
ছড়ায় ফুলেন ঘ্রাণ,
প্রকৃতি আজ সুভাস ছড়ায়
আল্লাহ মেহের বান ।
রাখাল বাজায় বাশেঁর বাশি
বনে বনে ফুলের হাসি
ফসল ফলায় গায়ের চাষী
স্নিগ্ধ তাহার প্রাণ
দোয়েল শ্যামা রোজ বিকেলে
গায় যে সুখের গান ।
নায়ের মাঝি যাচ্ছে ভুলে
রঙিন নায়ের বাদাম তুলে
মিষ্টি সুরের ভাইটালী গান
জুরায় মনোপ্রাণ ।
বহে চলা ছোট্র নদী
শোনায় কলতান ।
মাঠে-ঘাটে সবুজ ধানে
দোলায় বাতাস প্রাণের টানে
নতুন ধানের গন্ধে মাতাল
কবির মনোপ্রাণ
কচি ধানের সুবাস ছড়ায়
আকুল করা ঘ্রাণ ।