সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৮নং আশারকান্দি ইউনিয়নের দক্ষিণ চক তিলক গ্রামে দক্ষিণ চক তিলক শাহজালাল রহঃ জামে মসজিদ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (০১ মার্চ) দুপুরে দোয়া মাহফিলের মাধ্যমে মসজিদের যাত্রা শুরু হয়। দক্ষিণ চক তিলক শাহজালাল রহঃ জামে মসজিদ নির্মাণে অর্থায়ন করেন মরহুমা ছলিমুন্নেছা কবিরি ও মেহেরুন নেছা চৌধুরী’র পরিবার।
উদ্বোধনী উপলক্ষে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বয়ান পেশ করেন ও দোয়া পরিচালনা করেন চরা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা আবু আইয়ুব আনসারী।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আশেপাশে দুই কিলোমিটার মধ্যে মসজিদ নাই। দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় তদবির করেও মসজিদ নির্মাণের প্রয়োজন অর্থ সংগ্রহ হয়নি। আল্লাহর মেহেরবানীতে মরহুমা ছলিমুন্নেছা কবিরি ও মেহেরুন নেছা চৌধুরী’র পরিবার এ মহতী কাজে এগিয়ে আসায় অবশেষে এলাকায় মসজিদ নির্মাণ সম্ভব হয়েছে। বক্তারা মরহুমা ছলিমুন্নেছা কবিরি ও মেহেরুন নেছা চৌধুরী’র পরিবারের মতো অন্যদেরও সমাজ কল্যাণমূলক ও মহতী কাজে এগিয়ে আসার আহবান জানান।
উদ্বোধনকালে মরহুমা ছলিমুন্নেছা কবিরি ও মেহেরুন নেছা চৌধুরী পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন ফজলুল হক কবিরী মেম্বার, মোঃ ফারুক কবিরী, শাকিল আহমদ, চক তিলক শাহজালাল রহঃ জামে মসজিদের মতুয়াল্লি নজরুল ইসলাম, ক্যাশিয়ার আমির উদ্দিনসহ এলাকাবাসী।-বিজ্ঞপ্তি