

সিলেট মহানগর বিএনপির সাধারন সম্পাদক বলেছেন ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, জনগণের সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা জনগণকে ঘিরে রাজনীতি করি। আজকে দেশের মানুষ দ্রব্যমূল্য নিয়ে সবচেয়ে বেশি কষ্টে আছে। সেই কষ্ট লাগবে আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
তিনি (বুধবার ১২ মার্চ) ১৪নং ওয়ার্ডে শহিদুর রহমান সনি’র পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
খাদ্য বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি রহিম মল্লিক, মহানগর বিএনপি যুগ্ম সাধরণ সম্পাদক রেজাউল করিম আলো, মহানগর বিএনপি সহ ত্রাণ ও দূর্যোগ সম্পাদক কামাল আহমদ, মহানগর বিএনপি সদস্য আব্দুল মুমিন মামুন, ২৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি রাসেল আহমদ, জাহাঙ্গীর খান, সামছুল আলম, কয়েছ বক্স, জিয়াউর রহমান দিপন, ২৩নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক জমজম বাদশা, যুবদল মহানগর সহ সভাপতি প্রাণেশ দেব, সবুর আহমদ জালাল, আব্দুল হাসিম জাকারিয়া, সুমন চক্রবতী, যুবদল মহানগর মিলাদ আহমদ, জাকারিয়া হোসেন, শাহাদাত হোসেন, সাখাওয়াত শিপলু, লায়েক আহমদ, আরিফ আহমদ, মাহমুদুল হামান নাজির, সাহিদুর ইসলাম শিপলু, আইনউদ্দিন, খোকন আহমদ, ফাইজুল মিয়া প্রমুখ।-বিজ্ঞপ্তি