জিয়ামঞ্চের কর্মী সভা শহীদ জিয়ার স্বপ্নের দেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে


সিলেট মহানগর জিয়ামঞ্চের আওতাধিন ২৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে দক্ষিণ সুরমার বঙ্গবীর রোডস্থ পুরাতন পোষ্ট অফিসের সামনে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। মহানগর জিয়ামঞ্চ’র আহবায়ক মাসুদ আহমদ কবির সভাপতিত্বে ও ২৫নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল জব্বার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির হোসাইন খান। এসময় তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে সমৃদ্ধশীল দেশ গঠনে যে ৩১ দফার প্রস্তাবনা দিয়েছেন সেই আলোকে আমাদের কাজ করতে হবে।
কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিয়ামঞ্চ মহানগর শাখার সদস্য সচিব সৈয়দ রাজন আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক কাওসার আহমদ, যুগ্ম আহবায়ক কাজী ওয়াসিমুজ্জামান ওয়াসিম, জাবেদুর রহমান দিদার, আনসার আলী প্রমুখ।