জুলাই-আগষ্টের বিপ্লবের লক্ষ্য হলো ফ্যাসিবাদ বিরোধী সাম্যের বাংলাদেশ গড়া: কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিজানুর রহমান

প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

গণফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মিজানুর রহমান বলেছেন, গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার বিপ্লবের লক্ষ্য হলো ফ্যাসিবাদ বিরোধী সাম্যের বাংলাদেশ গড়া। যেখানে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, ভোটাধিকার ও ব্যক্তি স্বাধীনতা থাকবে। ন্যায়বিচার ও সর্বজনীন মানবাধিকারের নিশ্চয়তার ভিত্তিতে খাঁটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারলে ছাত্র-জনতার আত্মত্যাগ সফল হবে। তিনি আরো বলেন, ফ্যাসিবাদী শাসনের অবসান ও ফ্যাসিবাদী শাসকগোষ্ঠীর ভারতে পালিয়ে যাওয়ার মধ্যদিয়ে দেশের রাজনীতিতে যেমন গুণগত পরিবর্তনের সূযোগ এসেছে, তেমনিভাবে একটি ন্যায়ভিত্তিক প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজব্যবস্থা কায়েমের সূযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে বৈষম্যমুক্ত উন্নত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের বিনির্মানের জন্য গণফোরাম তার সাংগঠনিক শক্তি দিয়ে প্রচেষ্ঠা অব্যাহত রেখেছে। তিনি কাঙ্খিত লক্ষ্য অর্জন  না হওয়া পর্যন্ত গণফোরামের নেতাকর্মীরা সতর্কতার সঙ্গে কাজ করে যাওয়ার আহবান জানান।

গত শনিবার ২২ ফেব্রুয়ারী সিলেট শহরের তালতলাস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে সিলেটে গণফোরামের সিলেট বিভাগীয় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেনগণফোরাম কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামন্ডলীর সদস্য অ্যাডভোকেট শান্তিপদ ঘাষ।
আয়োজিত বিভাগীয় সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য ও সিলেট জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট আনসার খান। সংগঠনকে আরও শক্তিশালী করে তোলার আহবান জানিয়ে এসময় অ্যাডভোকেট আনসার খান  বলেন,  ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে  সংঘটিত আন্দোলনে গণফোরামের নেতাকর্মীরা প্রত্যক্ষভাবে রাজপথে  ছিলেন জীবনের মায়া ত্যাগ করে এবং ছাত্রজনতার রক্তের বিনিময়ে অর্জিত  এবারের এই সফল গণবিপ্লবের সুফল ঘরে তোলতে না পারলে আমাদের রাষ্ট্র একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।
কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শিবু প্রসাদ দাসের উপস্থাপনায় সমাবেশে আর-ও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ শাহ নূরুজ্জামান, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম পথিক, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও সংগঠনের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মো. মুজিবুল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সাইফুর রহমান, সিলেট মহানগর সভাপতি এমদাদুল হক, জেলার সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা কমিটির সভাপতি মো. তরিকুল ইসলাম, সিলেট মহানগর সাধারণ সম্পাদক মো. আশরাফ হোসেন। কর্মী সমাবেশে সিলেট বিভাগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন