

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যেগে নবীন শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিল বুধবার (৪ রমজান) বিশ্ববিদ্যালয় সংলগ্ন মদিনা মার্কেটস্থ চিনি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় সভাপতি শেখ হোসাইন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ও ঢাবির নৈতিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক আ খ ম ইউনুস। এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ইউনুস বলেন, বিগত জুলাই বিপ্লব ছিল বাংলাদেশের ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা। সুতরাং জুলাই বিপ্লববের স্পিরিটকে ধারণ করেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে ছাত্রদের ঐক্যবদ্ধ প্রয়াস আবারও প্রমাণ করেছে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশে কোন ফ্যাসিবাদ টিকে থাকতে কিংবা তৈরি হতে পারবে না। দেশের বৃহত্তর স্বার্থে ছাত্র সমাজকে অতীতের মতো ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।
অধ্যাপক আ খ ম ইউসুস প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, বিশ্ববিদ্যালয় জীবন হচ্ছে যেকোন শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন সময়। এসময় কেউ সঙ্গী কিংবা সংগঠন নির্ধারণ করতে ভুল করতে বাকি জীবন এর ভয়াবহ মূল্য দিতে হয়। সুতরাং নৈতিক উন্নয়ন ও ছাত্র সমাজের বৃহত্তর কল্যাণের বিষয়ে যারা ভাবে, তাদের সাথে থেকে তাঁদের সহযোগিতা করার পরামর্শ দেন নবীন শিক্ষার্থীদের অধ্যাপক ইউনুস। পাশাপাশি শিক্ষা ও গবেষণায় পর্যাপ্ত সময় দিয়ে আগামীর আলোকিত বাংলাদেশ গঠনে নবীন শিক্ষার্থীদের প্রণিধানযোগ্য ভূমিকা পালনের উদ্ধার্ত আহবান জানান তিনি। এছাড়াও পবিত্র রমজানকে একজন মুমিন শিক্ষার্থী হিসেবে পরিকল্পিতভাবে ইবাদাতের মাধ্যমে কাজে লাগানোর পরামর্শ দেন অধ্যাপক ইউনুস এবং বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখাকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি সুন্দর নবীন বরণ ও ইফতার মাহফিলের আয়োজন করার জন্য।
শাবপ্রবি সেক্রেটারি জুনায়েদ আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সেক্রেটারি জেনারেল সাইফুর রহমান খোকন, শাবিপ্রবির সাবেক সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল হান্নান, সিলেট মহানগরীর সহ-সভাপতি কে এম আবদুল্লাহ আল মামুন, মাওলানা গোলাম রব্বানী, সিলেট পূর্ব জেলা সভাপতি সালমান আহমদ, সাবেক মুজিবুর রহমান খান, শাবিপ্রবির সাবেক সভাপতি ইউসুফ বিন আকিল, খসরুল আলম, সিলেট মহানগর সেক্রেটারি মুহিবুর রহমান রায়হান, বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের শাবিপ্রবি সেক্রেটারি মাসুদ রানা তুহিন, ইসলামী ছাত্র আন্দোলন শাবিপ্রবির সেক্রেটারি আজাদ শিকদার প্রমুখ।