

ডাক বিভাগের সেবাসমূহ সম্পর্কে জনসাধারণকে অবহিত করতে মৌলভীবাজারের কুলাউড়ায় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ডাক বিভাগের সিলেট পোস্টালের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সিলেট বিভাগের ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল (ডিপিএমজি) সুজিত চক্রবর্তীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম পূর্বাঞ্চলের পোস্ট মাস্টার জেনারেল মো. ছালেহ আহাম্মদ।
বক্তব্যে তিনি ডাক বিভাগ আধুনিকায়নে উদ্যোগ নেওয়া হবে বলে জানান।
ডাকঘরের সিলেট পশ্চিমাঞ্চলের পরিদর্শক মলয় কান্তি সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম পোস্টমাস্টার তন্ময় দে চৌধুরী, প্রস্তাবক মো. ছয়ফুল ইসলাম রোকন মিয়া, কুলাউড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুশীল সেনগুপ্ত, বর্তমান সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, জুড়ী টিএন খানম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফরহাদ আহমদ, লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক হেলাল আহমদ, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, উপজেলা জামায়াতের শুরা সদস্য রাজানুর রহিম ইফতেখার, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. মছব্বির আলী প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।