

নিউজ ডেস্ক : ডা. আরমান আহমদ শিপলুর উপর মিথ্যা মামলা ও তার বাড়িতে হামলা, ভাঙচুরের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, সিলেট মহানগর আওয়ামীলীগ। ২৩ ডিসেম্বর , সোমবার রাতে, সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন সাক্ষরিত, গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ লিপিতে ও প্রত্যয়নপত্রে এ প্রতিবাদ জানিয়ে, সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উল্লেখ করেন।
ডা. আরমান আহমদ শিপলু সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জাতীয় নেতা ও সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরান ও মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা আক্তার কামরান এর বড় ছেলে। ডা. আরমান আহমদ শিপলু প্রগতিশীল চিন্তার একজন দক্ষ রাজনৈতিক নেতা। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার একজন একনিষ্ঠ সৈনিক। তিনি মহানগর আওয়ামী লীগের প্রথম সারির নেতা। ২০২১ সালের জানুয়ারি থেকে অদ্যাবধি মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ইতিপূর্বে ( ২০১৪ ইং থেকে ২০২১ ইং পর্যন্ত) তিনি সিলেট জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পেশায় তিনি একজন চিকিৎসক এবং সিলেট নগরীর ছড়ারপাড়ে তার পরিবার সহ বসবাস করেন। ৫ আগস্ট ২০২৪ ইং রাজনৈতিক পট পরিবর্তনের পর তার বাড়িতে এবং তার কর্মস্হলে তার প্রাননাশের উদ্দেশ্যে একাধিকবার হামলা হয়েছে। তাকে রাজনীতি ও মানুষের কাছ থেকে দূরে রাখতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। ডা. আরমান আহমদ শিপলু একজন মেধাবী ও পরিশ্রমী ছাত্রনেতা ছিলেন এবং পরবর্তীতে (২০০৮ ইং থেকে ২০১৪ ইং পর্যন্ত) সিলেট মহানগর যুবলীগের সিনিয়র সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আমরা মুজিব আদর্শের সৈনিক, একজন সৎ পরিশ্রমী দক্ষ রাজনৈতিক নেতা ডা. আরমান আহমদ শিপলুর উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।