দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের মাতৃভাষা দিবস পালন

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে ভাষা আন্দোলনের মহান শহীদদের স্মরণ করেছে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টায় দক্ষিণ সুরমা উপজেলা শহীদ মিনারে ৫২’র ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। এ উপলক্ষ্যে প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা আয়োজন করা হয়।
উপজেলা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল, সদস্য শামীম আহমদ তালুকদার, আবু বক্কর তালুকদার প্রমুখ।
ওইদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় ষ্টেশন রোডস্থ লেইছ সুপার মার্কেটে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক জুমান আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল আলী টিপু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান ফয়সল, সংবাদকর্মী মিলন তালুকদার প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন