

নিজস্ব প্রতিবেদক-
সিলেটে দিনেদুপুরে এক নারীকে রাবার বাগানের টিলায় নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের ফলে অসুস্থ হয়ে যাওয়া ঐ নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে দিকে এয়ারপোর্ট থানার ৩-নং খাদিম নগর ইউপি, ৯-নং ওয়ার্ড এলাকাধীন ছড়ারগাংস্থ রাবার বাগানে এ ঘটনা ঘটেছে।
জানা যায়,এ ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। তবে গ্রেফতারকৃতরা হলেন, শাহপরান থানার দলুইপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে, মোহাম্মদ রাকিব মিয়া এবং একই থানার উত্তর মোকামের গোল পীরেরবাজার এলাকার হাসেম মিয়ার ছেলে, আব্দুর রহিম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঐ নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। দুপুরে তাকে ছড়ারগাং এলাকার রাবার বাগানে নিয়ে ধর্ষণ করা হয়। এসময় বাগানে কাজ করতে আসা শ্রমি’করা ভিকটিম’কে দেখতে পান। পরে সাথে সাথে- স্থানীয় লোকজন ঐ নারীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুইজন ধর্ষণের সাথে জড়িত থাকার কথা শিকার করেছে। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলছে। এবং এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, পুলিশ বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে। আশপাশ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।