নগরীতে বন্ধু মহলের পক্ষ থেকে ইফতার বিতরণ ইফতার বিতরণ শুধু দান নয়,বরং এটি মানবতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত: কয়েস লোদী

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৫

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, আমাদের সমাজে অনেক অসহায় ও দুস্থ মানুষ রয়েছে যারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। এসব অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, ইফতার বিতরণ শুধু দান নয়, বরং এটি মানবতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। বন্ধু মহলের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের উদ্যোগুলো সত্যিই প্রশংসনীয়। যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে। আমরা সবাই মিলে যদি এভাবে গরিব ও অসহায় মানুষের পাশে দাড়াই তাহলে তারা সামান্যও হলেও উপকৃত হবে। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর দেশনায়ক তারেক রহমানের নির্দেশে রমজানের শুরু থেকে বিএনপির নেতাকর্মীরা সমাজের গরিব অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

শুক্রবার (১৪ মার্চ) নগরীর আম্বরখানায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বন্ধু মহলের পক্ষ থেকে প্রায় দুইশতাধিক রোজাদারদের মাঝে ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মো. উসমান গণি জানু, ব্যাংকার রাজু আহমদ, রহিম আহমদ। সার্বিক সহযোগীতায় ছিলেন, বন্ধু মহলের সদস্য মোমিন, জিবান, জহুর, আনোয়ার, মান্না, রবিউল, মাহমুদ, মুরাদ, রুবেল, রাব্বি, ইব্রাহিম, আবীর, সুমন, সুজন, রনি, হাবিব, অপু, রাহিম, সুজন, জুয়েল, রাজ্জাক, ফয়সল, ওয়াদুদ, বক্কর, জালাল,  রাজিব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন