

নবীগঞ্জ জে.কে মডেল সরকারি উচ্চ বিদ্যালযের প্রয়াত শিক্ষকবৃন্দের স্বরণে এসএসসি ৯১ ব্যাচ এর আয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) নবীগঞ্জ উপজেলার গরীব, অসহায় দুস্থ রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আযোজন করা হয়। সকাল ১০ টা থেকে সন্ধা বিকেল ৫টা পর্যন্ত উক্ত বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক(প্রশাসন) হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ বদরুল আমিন এর সার্বিক সহযোগিতায় চিকিৎসকবৃন্দ চিকিৎসা প্রদান করেন।
নবীগঞ্জের রোগীদের সেবা প্রদান করার লক্ষ্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক হৃদরোগ, মেডিসিন, নাক কান গলা, চক্ষু, গাইনি, চর্ম, চিকিৎসাসহ বিভিন্ন রোগের বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ প্রদান পাশাপাশি ফ্রি চশমা দেয়া হয়েছে।-বিজ্ঞপ্তি