নাগরিক অধিকার বাংলাদেশের উদ্যোগে সিলেট নগরীর সুবিদ বাজারস্থ আল মদিনা মডেল মাদরাসায় ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের নিয়ে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) নাগরিক অধিকার বাংলাদেশ এর সভাপতি এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছানার মিয়া শাকিব এর সঞ্চালনায় সংগঠনটির ধর্ম বিষয়ক সম্পাদক হিফজুর রহমান পবিত্র কুরআন শরীফ থেকে তেলাওয়াতের মাধ্যমে ইফতার ও দোয়া মাহফিলের কার্যক্রম শুরু করেন। এতে প্রধান মেহমান বক্তব্য রাখেন আল মাদিনা মডেল মাদ্রাসায় অধ্যক্ষ মোহাম্মদ মইনুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আর.টি.সি. এর চেয়ারম্যান লায়েন্স মো: আসাদুল হক আসাদ, খাদিমুল কুরআন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আসলাম রহমানী, আব্দুল বাশিত রিমন, নাগরিক অধিকার বাংলাদেশ এর সিনিয়র সহ-সভাপতি মো: মুরাদুজ্জামান চৌধুরী, সহ সভাপতি জুয়েল রানা, সংগঠনের সহ সভাপতি ও ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহব্বায়ক ইয়াছিন আলী, প্রচার সম্পাদক সাংবাদিক এম রহমান ফারুক, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সিতাব, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মানিক মিয়া, জাতীয় দিবস উদযাপন বিষয়ক সম্পাদক ও ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আবু সিদ্দিক, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইয়াহিয়া পারভেজ, সহ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রুবেল আহমদ, সমাজসেবা বিষয়ক সম্পাদক ফিরুজ আলী সুমেল, সহ সমাজসেবা বিষয়ক সম্পাদক ফারুক মিয়া, সদস্য সুহেল মিয়া প্রমুখ।
ইফতারের পূর্বে মহান আল্লাহ তাআলার দরবারে মোনাজাত করা হয়।