

“দেলোয়ার হোসেন দিলু”
সিলেটে শহর মজার শহর পবিত্র সেই মাটি
গড়মিল আছে পাড়ার নামে চাই যে পরিপাটি
আম্ভরখানায় কোথায় আম্বর কিসের গন্ধ উড়ে
এই শহরের নামের বাহার চলছে নামের জোরে
জিন্দাবাজার জিন্দা কোথায় সুন্দরীদের ভীড়
শা-জালালের পায়রা যেথায় নিত্য বাধে নীড়
বন্দরে আজ জাহাজ তো নেই রিক্সা থাকে জামে
ভীড়ের ভেতর মানুষগুলা শীতের দিনে ও ঘামে ।
চৌহাট্রা তে হাট বসে না চলছে কত গাড়ি
নয়া সড়ক নতুন তো নয় টিলায় টিলায় বাড়ি
শেখঘাটেতে শেখ মিলে না কাজির বাজার কাজী
চান্নি ঘাটে চান্দের পশর পাই না খুঁজে আজই ।
টিলাগড়ে টিলা আছে নামের কত মিল
বিলপাড়েতে পাই না খুজেঁ শাপলা ফোটা বিল
শিবগঞ্জে শিব মিলেনি হয় না শিবের মেলা
কালিঘাটে কালি তো নেই নামের কত খেলা ।
কাজি টুলায় কাজি কোথায় কোথায় আছে ভুল
শাপলাবাগে পাইনি খোঁজে শাপলা ফোটা ফুল
কোয়ারপাড়ে কুয়াতো নেই নাইতো কুয়ার পানি
লেচু বাগান কোথায় লেচু নাই রাজা নাই রাণী
পাঠানটুলায় পাঠান তো নেই নেই তো তাদের বাড়ি
গোয়া মিলে না কোন কালেই রাখছে গোয়া বাড়ি
বারুতখানায় বারুতই নেই বাঘ বাড়িতে বাঘ
কালি বাড়িত কোথায় কালি নেই তো কালির দাগ।
নামের সাথে অসংগতি নাই তো কোথায় মিল
সুরমা গাঙ্গে সুরমা তো নেই জল করে ঝিলমিল
তাই তো নামের বাহার নিয়ে নামে দিলাম ইতি
এই শহরের নিরব কবি সবাইকে দেন প্রীতি ।।