নূপুর বেতার শ্রোতা ক্লাব এর উদ্যোগে আন্তজার্তিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান গতকাল ২১শে ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের নিচতলায় অনুষ্ঠিত হয়। ক্লাব সভাপতি কন্ঠ শিল্পী তুহিন আহমদ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কন্ঠ শিল্পী মাসুম সরকারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশের চেয়ার ম্যান মো: দেলোয়ার হোসেন খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্লাবের উপদেষ্টা এডভোকেট মামুন রশীদ ও ক্লাবের উপদেষ্টা বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পী মাহবুবুর রহমান। অন্যান মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ক্লাবের সহ সভাপতি কন্ঠ শিল্পী মাসুম জামান, সহ সভাপতি কন্ঠ শিল্পী অপু দাস, সাধারণ সম্পাদক কন্ঠ শিল্পী সুপ্রিয়া দেব, সহ সাধারণ সম্পাদক কন্ঠ শিল্পী চাঁদনী সুমি, সহ সাংগঠনিক সম্পাদক গুলজার হোসেন, মহিলা সম্পাদক কন্ঠ শিল্পী দুঃখিনী জুলেখা, সহ মহিলা সম্পাদক কন্ঠ শিল্পী সেজু সরকার, সহ সাংস্কৃতিক সম্পাদক কন্ঠ শিল্পী মারফ আহমদ, সহ সাহিত্য সম্পাদক গীতিকবি এম এ কাশেম সরকার, ক্লাবের সদস্য গীতিকার ও শিল্পী বাহার উদ্দিন বাহার, সদস্য কন্ঠ শিল্পী রত্না দেওয়ান, সদস্য কন্ঠ শিল্পী বকুল, সদস্য রাগীব আলী, সদস্য শিল্পী রনজু কর, রতমিতা মজুমদার, কবি লাল মিয়া, কবি কামাল আহমদ ও কবি জুবের আহমদ সার্জন প্রমুখ।